নববর্ষ
ফিরোজ হক্



জন্মদিনের মতোই নববর্ষ এসে ফিরে ফিরে চলে যায়
মুহূর্তের মধ্যে মহাজাগতিক স্বপ্ন বাস্তবের মাটিতে মুখ থুবড়ে পড়ে।
আশার আলো নিয়ে সমস্ত মন্দলাগা গুটিয়ে রেখে
নতুন আশার সঞ্চার করে আমাদের পৃথিবী।
ভালো কাটুক নববর্ষ।সমস্ত আশা পূর্ণ হোক।
নববর্ষ থেকেই শুরু হয় মিথ্যের ফুলঝুড়ি
আসলে‌ মন্দ ছাড়া ভালো হয়না জন্যই
ভালো থাকতে বলাটা ভীষণরকম মিথ্যা।