Latest News

6/recent/ticker-posts

Ad Code

৩০ দিন হেফাজতে থাকলেই খোয়াতে হবে মন্ত্রিত্ব, বিল পেশ হতেই বিরোধীদের হট্টগোল, মুলতবি লোকসভা

৩০ দিন হেফাজতে থাকলেই খোয়াতে হবে মন্ত্রিত্ব, বিল পেশ হতেই বিরোধীদের হট্টগোল, মুলতবি লোকসভা

Parlament


লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১৩০তম সংবিধান সংশোধনী বিল সহ তিনটি বিল পেশ করেছেন। এই বিল অনুযায়ী প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কোনও মন্ত্রী টানা ৩০ দিন হেফাজতে থাকলে তাঁকে পদ থেকে সরাতে হবে।

বিল পেশ হতেই লোকসভায় তুমুল হট্টগোল শুরু হয়। কংগ্রেস, তৃণমূল, সিপিএম-সহ বিরোধীরা অভিযোগ করেন, এর মাধ্যমে বিরোধী কণ্ঠস্বর দমন করতে চাইছে কেন্দ্র। তাঁদের আশঙ্কা, এটি রাজনৈতিক প্রতিপক্ষকে টার্গেট করার হাতিয়ার হয়ে উঠতে পারে। কংগ্রেস, তৃণমূল, সিপিএম-সহ সব বিরোধী দল এককাট্টা হয়ে কেন্দ্রের এই বিলের বিরুদ্ধে সরব হয়েছে। বিরোধীরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান ও বিলের কপি ছিঁড়ে ফেলেন।

বুধবার লোকসভায় মোট তিনটি বিল পেশ করেন শাহ। ১৩০তম সংবিধান সংশোধনী বিল, কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার (সংশোধনী) বিল, জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধনী) বিল পেশ করেন তিনি। তিনটি বিল পেশ হতেই বিরোধীরা তুমুল হট্টগোল শুরু করেন লোকসভায়। বিরোধীদের হট্টগোলের জেরে মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা গান্ধী বিলটিকে “অগণতান্ত্রিক ও সংবিধানবিরোধী” বলে আখ্যা দেন। অন্যদিকে, শাহ জানান, বিষয়টি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code