অবশেষে বিকল্প আনলো ইউনিক ফাউন্ডেশন টিম, শিলিগুড়ি । বিগত ৬ থেকে ৭মাস ধরে শিলিগুড়ি তে অবস্থিত মনিষীগনের মূর্তি পরিস্কার করতেন স্বেচ্ছায় এই সংগঠনের যুবকরা ।শহরের মূতি গুলোর সৌন্দর্য ফিরিয়ে আনতেই তাদের এই উদ্যোগ ।
তাই আজ যুবসমাজের প্রাণপুরুষ স্বামী বিবেকানন্দের জন্মদিনে প্রণাম ও শ্রদ্ধার্ঘ জানিয়ে মাথার উপর ছাদ না থাকা মূর্তি গুলোর মাথায় ছাদ লাগিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করলেন শহরের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিক ফাউন্ডেশন টিমের সদস্যরা ।এছাড়া ও উপস্থিত ছিলেন আমাদের পরিবার দুর্বার সোসাইটির শিশুদের মধ্যে স্বামী বিবেকানন্দের সমাজ সেবামূলক কাজের অবদান তুলে ধরা হলো ও খাতা pen পেন্সিল তুলে দেওয়া হলো ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊