২০২০ শিক্ষাবর্ষেই প্রথম শ্রেণি থেকে পাশ ফেল চালু ও জনবিরোধী খসড়া জাতীয় শিক্ষানীতি (২০১৯) বাতিলের দাবীতে-আজ(১২ জানুয়ারী,২০২০) যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গান্ধী ভবনে অনুষ্ঠিত হল "অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি"র রাজ্য সম্মেলন।

উপস্থিত ছিলেন  ডঃ সুরঞ্জন দাস (উপাচার্য,JU),  জহর সরকার (প্রাক্তন CEO প্রসার ভারতী),  ডঃ প্রদীপ কুমার ঘোষ (সহ-উপাচার্য, JU), ডঃপবিত্র গুপ্ত(শিক্ষাবিদ),  ডঃ মিরাতুন নাহার(শিক্ষাবিদ),  ডঃ চন্দ্রশেখর চক্রবর্তী (প্রাক্তন উপাচার্য),  ডঃ অনিশ রায়( সম্পাদক, অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি),  ডঃ তরুণ নস্কর(শিক্ষাবিদ),  ডঃ ধ্রুবজ্যোতি  মুখোপাধ্যায়(সভাপতি, অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি),  কার্তিক সাহা( সম্পাদক, অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি)।

সম্মেলনে  "অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি"র  রাজ্য কমিটি গঠিত হয়েছে। নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন ডঃ চন্দ্রশেখর চক্রবর্তী ও সম্পাদক হয়েছেন ডঃ তরুণ নস্কর।