pic source: isro twitter
পৃথিবীর অন্য দেশ গুলি যখন টেলি কমুনিকেশন টেকনোলজিতে এগিয়ে চলেছে ঝড়ের গতিতে সেদিক থেকে ভারত অনেকটাই পিছিয়ে l তাই এই টেকনোলজির পরিবর্তন আসতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর হাত ধরে l 

আগামী 17 জানুয়ারি উড়ে যেতে চলেছে শক্তিশালী দূর সঞ্চার উপগ্রহ, যা ভারতীয়দের ইন্টারনেট ব্যবহারে যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে l GSAT30 উরোপিয়ান হেভি রকেট এরিয়ান 5ECA করে 17 জানুয়ারি 2:35 মিনিটে আকাশে উড়ে যেতে চলেছে বলে টুইট করেছে ইসরো l 

GSAT30 ওজন প্রায় 3100 কেজি, GSAT 30 সিরিজের এটাই সবথেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমুনিকেশন উপগ্রহ l এটির মাধ্যমে দেশের কমুনিকেশন প্রণালী, টিভি প্রসারণ, আবহাওয়া, প্রাকৃতিক দুর্যোগ, উদ্ধার কার্যে আমূল পরিবর্তন আসতে চলেছে l 

এটা 15 বছরের বেশি সময় ধরে পৃথিবীকে আবর্তন করে ভারতের জন্যে কাজ করে যাবে l দেশের পুরোনো কমুনিকেশন স্যাটেলাইট গুলি পুরোনো হওয়ায় এটা অন্যতম ভূমিকা পালন করবে l ইসরো সূত্রে জানা গেছে তারা দেশের ইন্টারনেট পরিষেবার দ্রুততা বাড়াতে 5G নিয়ে কাজ করছে l