![]() |
pic source: isro twitter |
আগামী 17 জানুয়ারি উড়ে যেতে চলেছে শক্তিশালী দূর সঞ্চার উপগ্রহ, যা ভারতীয়দের ইন্টারনেট ব্যবহারে যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে l GSAT30 উরোপিয়ান হেভি রকেট এরিয়ান 5ECA করে 17 জানুয়ারি 2:35 মিনিটে আকাশে উড়ে যেতে চলেছে বলে টুইট করেছে ইসরো l
GSAT30 ওজন প্রায় 3100 কেজি, GSAT 30 সিরিজের এটাই সবথেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমুনিকেশন উপগ্রহ l এটির মাধ্যমে দেশের কমুনিকেশন প্রণালী, টিভি প্রসারণ, আবহাওয়া, প্রাকৃতিক দুর্যোগ, উদ্ধার কার্যে আমূল পরিবর্তন আসতে চলেছে l
এটা 15 বছরের বেশি সময় ধরে পৃথিবীকে আবর্তন করে ভারতের জন্যে কাজ করে যাবে l দেশের পুরোনো কমুনিকেশন স্যাটেলাইট গুলি পুরোনো হওয়ায় এটা অন্যতম ভূমিকা পালন করবে l ইসরো সূত্রে জানা গেছে তারা দেশের ইন্টারনেট পরিষেবার দ্রুততা বাড়াতে 5G নিয়ে কাজ করছে l
Launch of communication satellite, #GSAT30 onboard Ariane-5 launch vehicle from Kourou launch base in French Guiana is scheduled at 0235 Hrs of January 17, 2020 (IST). Read more at https://t.co/i8319iiG0x pic.twitter.com/dSsYU9shAV— ISRO (@isro) January 13, 2020
1 মন্তব্যসমূহ
খুব ভালো খবর ।
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊