স্বস্তি পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট ও সেনা প্রধান পারভেজ মুশারফ। তাঁর মৃত্যুদণ্ড বাতিল করে দিল আদালত। একই সঙ্গে রায় দিয়েছিল যে বিশেষ ট্রাইব্যুনাল, সেটিকে অসাংবিধানিক বলে গণ্য করল আদালত।

গত মাসের ১৭ তারিখ ইসলামাবাদের স্পেশাল কোর্ট এই রায় দেয়। ছয় বছরের শুনানির পর রায় দেয় আদালত। কিন্তু মাত্র এক মাসেই সেই রায় খারিজ হয়ে গেল। সর্বসম্মত ভাবে লাহোর হাইকোর্টের বেঞ্চ বলল যে মুশারফের বিরুদ্ধে গঠিত আদালত অসাংবিধানিক। আদালত এটাও বলেছে রাষ্ট্রদ্রোহিতার মামলা আইন মেনে দাখিল করা হয়নি।