Latest News

6/recent/ticker-posts

Ad Code

"আগে দিলীপ ঘোষকে গুলি করে মারা উচিত কেন্দ্রীয় সরকারের।"-অনুব্রত মন্ডল

DNA INDIA


যারা সিএএ-র বিরুদ্ধে বিরোধিতা করে সম্পত্তি নষ্ট করেছিল তাদের কুকুরের মত গুলি করে মারা উচিত- রবিবার নদিয়ার রানাঘাটে এই মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । ইতিমধ্যেই দিলীপের এই মন্তব্যের সমালোচনা করেছেন তাঁর দলেরই সাংসদ বাবুল সুপ্রিয়। এবার অন্য দলের আক্রমণের মুখেও পড়লেন দিলীপ ৷ তাঁকে নিশানা করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল । তিনি বলেন, "আগে দিলীপ ঘোষকে গুলি করে মারা উচিত কেন্দ্রীয় সরকারের।"

গতকাল রানাঘাটে CAA-র সমর্থনে এক প্রচার অনুষ্ঠানে গেছিলেন দিলীপ ঘোষ। সেখানে তিনি বলেন, অসম, উত্তরপ্রদেশে আমাদের সরকার এই শয়তানদের কুকুরের মতো গুলি করে মেরেছে ৷ তুলে নিয়ে গিয়ে কেসও দিয়েছে৷ পশ্চিমবঙ্গেও একই নিয়ম প্রযোজ্য হবে। তিনি আরও বলেন, ‘‘এখানে আসবে, থাকবে, খাবে আবার সরকারি সম্পত্তির ক্ষতি করবে! আমরা এলে লাঠি মারব, গুলি করব, জেলে পাঠাব। মমতা ব্যানার্জির কোনও মুরোদ নেই।’’ 

রাজ্য সভাপতির এই মন্তব্যে বিপাকে পড়ে দল। বাবুল সুপ্রিয় টুইটবার্তায় জানান, "দিলীপদা দায়িত্বজ্ঞানহীনের মত কথা বলেছেন।" তিনি আরও জানান,"দিলীপদা যা বলেছেন তার জন্য বিজেপির কিছু করার নেই। এটি দিলীপদার ভ্রান্ত ধারণা। অসম, উত্তরপ্রদেশ ইত্যাদি যে কোনও জায়গায় বিজেপি সরকার কখনও, কোনওদিনই এরকম সিদ্ধান্ত নিতে পারে না।" 

আজ BJP-র রাজ্য সভাপতির এই মন্তব্য নিয়ে  অনুব্রত বলেন, "কেন্দ্রীয় সরকারের উচিত দিলীপ ঘোষকে আগে গুলি করে মারা। যদি প্রথম কেউ সম্পত্তি নষ্ট করে থাকে, তাহলে সে হচ্ছে দিলীপ ঘোষ।"

সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code