Viral Video: হোটেলে প্রেমিকের সঙ্গে জন্মদিন পালনে হঠাৎ হাজির স্বামী! শাড়ি হাতে দৌড় বধূর
পরকীয়া আজকাল খুব বেশিই নজরে আসছে। পরকীয়া করতে গিয়ে ধরা পড়া থেকে নানান সমস্যা প্রায়ই উঠে আসছে। সম্প্রতি প্রেমিকের জন্মদিন উদযাপনে হোটেলে গিয়ে স্বামীর হাতে ধরা পড়ার ভয়ে কাপড় তুলে পালালো মহিলা। এমনিই একটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও ভিডিওর সত্যতা সংবাদ একলব্য যাচাই করেনি।
প্রেমিকের সঙ্গে হোটেলে বুকিং সংস্থা ওয়োর কামরায় জন্মদিন পালন করছিলেন আর হঠাৎ সেখানে হাজির স্বামী, ধরা পড়ার হাত থেকে বাঁচতে শাড়ি হাতে তুলে নিয়ে দৌড়লেন এক বধূ। পালালেন ছাদ টপকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।
ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ঘরের ছাদ টপকে পালাচ্ছেন এক তরুণী। পরনের শাড়ি হাতে নিয়েই দৌড়চ্ছেন, প্রথমে ছাদের কার্নিশ থেকে ঝুলে একটি প্রাচীরে নামেন ওই তরুণী। এর পর প্রাচীর বরাবর দৌড়তে থাকেন। কিছু দূর গিয়ে প্রাচীর থেকে নেমে সামনের দিকে হনহন করে হাঁটা দেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
পোস্টে দাবি করা হয়েছে, ওই তরুণী তাঁর প্রেমিকের সঙ্গে ওয়োর কামরায় জন্মদিন পালন করছিলেন। কিন্তু হঠাৎই সেখানে হানা দেন তাঁর স্বামী। সঙ্গে সঙ্গে ওই তরুণী পড়িমড়ি করে সেখান থেকে পালিয়ে যান।
जिस किसी वर्ग को हद से अधिक संरक्षण प्राप्त हो जाता है वह ऐसे ही नंगई पर उतर आता है।
— T.N.Mishra (@mishra_4G) July 10, 2025
ये शादी शुदा महिला ओयो मे जन्मदिन मना रही थी तभी इसका पती बच्चों को लेकर होटल मे पहुंच गया । फिर क्या हुआ आप स्वयं देख लीजिए। pic.twitter.com/wzGBiZQorg
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊