৫০ পয়সা বকেয়া থাকায় ব্যবক কতৃপক্ষ গ্রাহকের বাড়িতে নোটিশ ঝুলিয়ে আসে। ঘটনাটি রাজস্থানের ঝুনঝুনে। 


সংবাদ সংস্থা আনি জানিয়েছে ঝুঞ্ঝুন জেলার ক্ষেত্রিয় গ্রামীন ব্যাংক তাঁর এক গ্রাহক জিতেন্দ্র সিং ের বাড়িতে ৫০ পয়সার বকেয়ার নোটিশ ঝুলিয়ে আসে। কিন্তু শারিরিক অসুস্থতার জন্য তিনি ব্যাঙ্কে যেতে না পারায় তাঁর বাবা বিনোদ সিং কে ঋণ পরিশোধের জন্য পাঠায়। কিন্তু ব্যঙ্ক কতৃপক্ষ টাকা জমা নিতে অস্বিকার করে। 

বিনোদ সিং বলেন, "আমার ছেলে জিতেন্দ্র সিংয়ের মেরুদণ্ড অসুখে আক্রান্ত। সে  টাকা জমা দিতে এখানে আসতে পারেননি, তাই আমি এখানে এসেছি। তবে, ব্যাংকের কর্মকর্তারা টাকা জমা নিতে অস্বীকার করেন এবং আমাকে তাড়িয়ে দেন"