SER-২৩, বাঁকুড়া ১৫ ডিসেম্বর: রসগোল্লা ছাড়াও বাংলা সংস্কৃতির আর এক অনন্য ঐতিহ্য বহনের দাবী রাখে খেঁজুরগুড় বা নোনেলগুড়। শীত মানেই পিঠেপুলীর উৎসব । আর এই উৎসবকে একটু মুখরোচক করে নিতে বাঙালীর পাতে পাতে অপরিহার্য খেঁজুরগুড়, যা স্বাদ ও গন্ধে অতুলনীয়।
এক টুকরো বাড়তি রোজগারের আশায় প্রতিবছর বহু খেঁজুরগুড়ের করিগর ছুটে আসে বাঁকুড়ায় । তাই এবছরও বাঁকুড়ার বিভিন্ন অঞ্চলে তারা বসিয়েছে খেঁজুরগুড়ের মহল । কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনা তাদের দুঃশ্চিন্তায় ফেলেছে ।
গুড় প্রস্ততকরকরা জানায় , মেঘলা আকাশ ও তেমন শীত না পড়ায় কমছে খেঁজুর রসের পারিমান, টক হচ্ছে রস যার ফলে গুড়ের গুণগত মান ঠিক করতে সমস্যা হচেছ ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊