SIR এর হেয়ারিং-এ দাঁড়িয়ে গুরুতর অসুস্থ এক গৃহবধূ
আজ বৃহস্পতিবার দিনহাটা ২ নং ব্লকের সাহেবগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে এসআইআর সম্পর্কিত হেয়ারিং এ উপস্থিত হন বামনহাট ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্ণিমা বর্মন বয়স আনুমানিক ২৫ বছর।
লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অস্বস্তি বোধ করতে থাকেন ওই মহিলা এরপর লাইনে থাকা অন্যান্য ব্যক্তিদের নজরে আসে বিষয়টি তৎক্ষণাৎ আধিকারিকদের বিষয়টি জানালে তারা ওই গৃহবধূর হেয়ারিং সম্পর্কিত কাজ সম্পন্ন করে দেন এরপর সেখানে উপস্থিত দুই মহিলা একটি টোটোর সহযোগিতায় ওই গৃহবধূকে নিয়ে আসেন বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, স্বাস্থ্য কেন্দ্রে আসার পর আরও বেশি অসুস্থ হয়ে পড়েন ওই গৃহবধূ হাসপাতাল সূত্রে খবর ওই গৃহবধুর প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল এরপর তাকেঅক্সিজেন সাপোর্ট দেওয়া হয় ।
এই বিষয়ে টোটো চালক জিয়ারুল রহমান জানান সকালবেলা ওই গৃহবধূ এস আই আর সম্পর্কিত হিয়ারিং এ সাহেবগঞ্জ বিডিও অফিসে লাইনে দাঁড়িয়ে ছিলেন। সেখানেই হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন এরপর এলাকাবাসী এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যের সহযোগিতায় জিয়ারুল রহমানের টোটো তে ওই গৃহবধূকে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেন। জিয়ারুল রহমান জানান বর্তমানে ওই গৃহবধূ অক্সিজেন সাপোর্টে রয়েছেন বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তার চিকিৎসা চলছে।
হাসপাতাল সূত্রে খবর চিকিৎসক ওই গৃহবধূর ইসিজি করার পরামর্শ দিয়েছেন।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊