মধুসূদন রায়, ১১ই নভেম্বর : আজ ধুপগুড়ি ডাউকিমারীর বাসিন্দা গুরুদয়াল অধিকারী গোটা পশ্চিমবঙ্গে সেফ ড্রাইভ  সেভ লাইফ এর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে রওনা দিলেন সাইকেলে চেপে। 
তিনি জানান প্রত্যেকটি গ্রাম প্রত্যেকটি বাড়িতে গিয়ে বার্তা প্রদান করবো যে যাতে বাইক বা অন্যত্র যানবাহন আস্তে চালায়। এবং বাইক নিয়ে কোথাও যাওয়ার  সময় হেলমেট যেন অবশ্যই পরে।

২০১৬ সালের জুলাই মাসে মুখ্যমন্ত্রী সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের সূচনা করেন। বিভিন্ন রাস্তা থেকে শুরু করে বিভিন্ন হাইওয়ে পযর্ন্ত কীভাবে দুর্ঘটনা কমানো যায় তা নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের তরফে  এবং বেপরোয়া যানকে বাগে আনতে বিভিন্ন জায়গায় বসানো হয় সিসিটিভি ক্যামেরাও। তার পাশাপাশি হাইওয়েতে বিশেষ চেকিংয়ের ব্যবস্থাও চালু করা হয়। কিন্তু তবুও দিন দিন বেড়েই চলেছে  বিভিন্ন ঘটনা। বাড়ির মানুষেরা হারাচ্ছে নিজের সন্তানকে,আত্মীয় পরিজনকে।
এবং সেই বার্তা ছড়িয়ে দিতে আজকে নবান্নের পথে যাত্রা গুরুদয়াল অধিকারীর। 
জানা যায় তিনি ডাউকিমারী ডি.এন.উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। এবং তিনি  যাত্রা শুরু করেন ডি.এন.উচ্চ বিদ্যালয় থেকে। যাত্রার সময় উপস্থিত ছিলেন এলাকাবাসী, জনপ্রতিনিধি, স্কুলের ছাত্র-ছাত্রী শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।