Latest News

6/recent/ticker-posts

Ad Code

ইচ্ছে ডানা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অন্যরকমের ভাইফোঁটা উদযাপন


চ্যাংরাবান্ধা। আনারুল ইসলাম প্রামাণিক
ধূপগুড়ি ইচ্ছে ডানা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  ভাইফোঁটা উদযাপন। আজ ইচ্ছেডানার পক্ষ থেকে 17 B SSB ক্যাম্পের (ফালাকাটা ) কমান্ডেন্ট স্যারদের সংস্থা থেকে সংবর্ধনা সহ জওয়ান ভাইদের এবং  প্রতিবন্ধী ভাইদের ফোঁটা দেওয়া হয় |
যে সমস্ত জওয়ান ভাই  দেশবাসীর নিরাপত্তার জন্য  পরিবার ছেড়ে অনবরত ডিউটি দিয়ে যাচ্ছেন, এমনও অনেকে আছেন যারা দীর্ঘদিন ধরে নিজেদের বোন বা দিদি দের হাতে ফোঁটা  নিতে পারছেন না, তাদের জন্যই  আজ ইচ্ছেডানার দিদি ও বোনদের হাত দিয়ে ফোঁটা  দেওয়া হয়।
আজ ইচ্ছেডানা এই আয়োজন করে  ভাইফোঁটা দিতে পেরে গর্বিত।আগামীদিন উৎসবের দিন গুলিতে তাদের পাশে থাকার অঙ্গীকার করা হয় সংস্থা থেকে. কর্নধার অলোক রায় জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code