Latest News

6/recent/ticker-posts

Ad Code

ময়নাগুড়ি ব্লকে গোখরো উদ্ধার



মধুসূদন রায়,ময়নাগুড়ি,২০নভেম্বর: আজ সকাল প্রায় ৮টা নাগাদ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ধওলাগুড়ি গ্রামে একটি গোখরো সাপ উদ্ধার করল ময়নাগুড়ি রোড় পরিবেশ প্রেমী সংগঠন।
জানা যায়,আজ সকালে ধওলাগুড়ি গ্রামের নিবেশ সরকার নামে এক ব্যক্তির বাড়ির পাশের চাষের জমিতে বেড়া জালে আটকে পড়ে ওই গোখরো সাপটি। সকালে নিবেশ সরকারের স্ত্রী বিশখা সরকার প্রথম দেখতে পান সাপটিকে। লোকালয়ে একাধিক সাপ উদ্ধার হওয়াতে আতঙ্কিত গোটা গ্রামবাসী ও এলাকাবাসী।গোখরো সাপটিকে দেখে শুরু হয় মানুষের নানান মন্তব্য।
এবং সাপটিকে বেড়া জালে বন্দি দেখে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠন কে। এবং খবর পেয়ে তারা ওই স্থানে গিয়ে গোখরো সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।
ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের পক্ষ থেকে জানা যায়, গোখরো সাপটি বেড়া জালে আটকে থাকার কারনে ভীষন ভাবে অসুস্থ।এবং সাপটির প্রাথমিক  চিকিৎসা করে লাটাগুড়ি জঙ্গলে ছাড়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code