মধুসূদন রায়, ১১ নভেম্বর : আজ বেলা ১টা নাগাদ  দার্জিলিং জেলা তৃণমূল  কংগ্রেসের পক্ষ থেকে শিলিগুড়ি শহরে র‍্যালি  করা হয়।
জানা যায় এই র‍্যালি শুরু হয় শিলিগুড়ি বাঘাযতীন মাঠ থেকে এবং শিলিগুড়ি গোটা শহর পরিক্রমা করা হয়।
আজকের মিছিলের উদ্দেশ্য-
(১) ইংরেজি, হিন্দি বা গুজরাটি নয় বাংলা সহ সমস্ত আঞ্চলিক ভাষাতেও জয়েন্ট এন্ট্রান্স এর প্রশ্ন থাকতে হবে।
(২) বাংলায় NRC  করা যাবে না।
এদিন এই মিছিলে পা মেলান পর্যটন মন্ত্রী গৌতম দেব।
পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান "বাংলা আমাদের হৃদয়ের ভাষা। বাঙালির ভাষা। সুতরাং বাংলা ভাষার একটি আন্তর্জাতিকতা আছে।  জয়েন্ট এন্ট্রান্স বা অন্য  কোন জাতীয় স্তরের পরিক্ষার জন্য যদি কোন আঞ্চলিক ভাষা রাখা হয়  তাহলে বাংলা সমেত ভারতবর্ষে যে সমস্ত আঞ্চলিক ভাষা আছে সেগুলিকেও স্বীকৃতি দিতে হবে।"