Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভান্ডারখোলা, দৈয়েরবাজারের রাস উৎসব



নবদ্বীপ, শান্তিপুরের পাশপাশি ভান্ডারখোলা, দৈয়েরবাজার, জাভা,তারকদাসপুরে মহাসমারোহেরাস পালিতহয় বেশ কয়েকবছর ধরে। আলোকসজ্জা, প্যান্ডেল, প্রতিমার সাথে লোকসমাগম ঘটাতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান জলসা হয় এখানে।
হালকা শীতের আমেজ ও কার্তিকপূর্ণিমার পূন্যলগ্নে প্রচুর মানুষের সমাগম ঘটে। প্রথম রাস শুরু হয় দৈয়ের বাজারে। এখন  আশেপাশে অনেক গ্রামেই রাস হচ্ছ।বিভিন্ন জায়গাথেকে প্রচুর মানুষ আসেন তাদের পসরা নিয়ে। এবছরের রাসের উদ্যক্তরা তাদের পুজোতে পরিবেশ বিষয়ক সতচেতনার আঙ্গিকে তাদের পুজোমন্ডপ সাজিয়ে তুলেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code