pic source: social media
বিধাননগরে বিজেপির একটি অনুষ্ঠানে দলের রাজ্য সভাপতির মন্তব্য, শিক্ষকদের মার খেতে দেখে আনন্দ হচ্ছে তাঁর। ছোটবেলায় শিক্ষকদের হাতে মার খেয়েছেন বলে আজ শিক্ষকদের মার খেতে দেখে আনন্দ হচ্ছে দিলীপ ঘোষের! তিনি জানান, -"ছোটবেলায় আমাকে খুব মেরেছিলেন। দেখো দিদি কেমন দিচ্ছেন।  মাস্টারমশাইরা মার খাবেন এমনটা তাঁরাও ভাবেননি। সরকারি কর্মীদেরও ডিএ-ও বকেয়া। কবে দেবেন কেউ জানে না।"
 দিলীপ ঘোষ আরও  বলেন,'রাজ্যের সমস্ত শিক্ষক শ্রেণি যেভাবে  অধ্যাপক থেকে হাইস্কুলের শিক্ষক, মার খাচ্ছে, তাঁদেরকে যেভাবে লাঠিপেটা করা হচ্ছে আমার একটু আনন্দই হচ্ছে।'বিধাননগরের এক বিজয়া অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

source: zeenews.india.com