সংবাদ একলব্য, কলকাতা, ২৪শে নভেম্বর ২০১৯: বাংলা ছবি আর পরিচালক সায়ন বসু চৌধুরী নামটা এক ওতপ্রতভাবে মানুষের কাছে চেনা। পরিচালক সায়ন বসু চৌধুরী তার সৃষ্টির মাধ্যেমে বারেবারে মানুষের মনে চীরদাগ কেটেছেন। "কিছু না বলা কথা" ছবির মুক্তির পরে মানুষের মধ্যে বারেবারে শোনা গিয়েছে পরিচালক সায়ন বসু চৌধুরীর এবারের নতুন ছবি কি? মানুষ মুখিয়ে ছিল তাঁর নতুন ছবির জন্য। আর তাই এবারের তাঁর সৃষ্টি একটি পুরোপুরি ভিন্ন স্বাদের ছবি।
ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন দুই তুখোর অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য ও অলিভিয়া মালাকার। মুক্তির পথে স্বপ্ন দেখাচ্ছে তাদের ছবি "মেঘ বৃষ্টির মলাট"। পারিবারিক গল্পের মোড়কে উপস্থাপন করতে চলেছেন এই ছবিটি।
জীবন পথের অভিযানে দুই ভাই বোনের সম্পর্কের গল্পের বাঁধন এই ছবি। ভালবাসা, নাকি ত্যাগ? স্বপ্ন, নাকি একাকিত্ব জীবন? জীবনের কোন আলোতে বয়ে যাবে স্রোত? মানুষের জীবনের নানা রঙের তুলির টান আর সেই রঙ এর মায়ামমতাতে গাঁথা এই ছবি। ইতি মধ্যে ছবির গান ও ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলার মুক্তির পরে বিশেষ আলোরন ফেলেছে মানুষের মধ্যে ছবির অফিসিয়াল ট্রেলার।
ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে  প্রিয়াঙ্কা ভট্টাচার্য, সুদীপ সরকার, ফাল্গুনী চ্যাটার্জি, ওলিভিয়া মালাকার, অর্ণিবান চক্রবর্তী, সপ্তর্ষি চৌধুরী ও রঞ্জিনীকে। ছবিতে সংগীত পরিচালনা করেছেন অমিত মিত্র। আগামী 6th ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি আপনার নিকটবর্তী সিনেমাহলে।

নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update