পার্শ্ব শিক্ষক-শিক্ষিকারা তাদের নায্য বেতন ও নির্দিষ্ট বেতন কাঠামো তৈরীর জন্য  হাইকোর্টের অনুমতি সাপেক্ষে বিধাননগরে অবস্থান ও পরে আমরণ অনশন কর্মসূচী গ্রহণ করেছেন। একজন শিক্ষিকা বেশ কিছুদিন অনশন করে শারীরিক অসুস্থতাজনিত কারণে বাড়ি গিয়েছিলেন কিন্তু সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ফলে অনশনকারী শিক্ষিকার প্রয়াণে প্রশাসনের উপর নতুন করে চাপ সৃষ্টি হয় এটা বলাই বাহুল্য।
পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের অভিযোগ প্রায় কোটি কোটি টাকার গড়মিল ধরা পড়েছে PAB রিপোর্টে।তাদের দাবী দিল্লী থেকে পাঠানো ১৫০০০/- টাকাও তারা বেতন হিসাবে পাননা। তারা রাজ্য সরকারকে এব্যাপারে বিধানসভায় শ্বেতপত্র প্রকাশ করার দাবী জানিয়েছেন।  

রাজ্যের রাজনৈতিক মহলে এ নিয়ে যথেষ্ট  চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এমনকি দিল্লী তে সংসদে নানা দলের তরফ থেকে এ ব্যাপারে সরব হতে দেখা গিয়েছে। মাননীয় রাজ্যপাল তাদের পাশে দাড়িঁয়ে বার্তা দিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দল প্রতিদিন তাদের পাশে দাঁড়িয়ে সমর্থন জানাচ্ছেন। তাই রাজ্য সরকারের কাছে এবিষয়ে অস্বস্তি বেড়েই চলেছে।
পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের যুগ্ম সম্পাদক ভগীরথ ঘোষ আজ জানান-
"অযোগ্য শিক্ষামন্ত্রী বার বার হুমকি দিচ্ছেন ভয় পেয়ে।  এই শিক্ষামন্ত্রীর কোন হিম্মত নেই কোন পার্শ্বশিক্ষকের গায়ে একটু আঁচর দেওয়ার।...তার যে হুমকি সেটাও যেন বেড়ালের মতন, আগে যেটা বাঘের মত ছিল"
তিনি আরও বলেন-
"যে পুলিশ একদিন লাঠিপেটা করেছিল সেই পুলিশ এখন আমাদের হিশু করার ছবি তুলে কোর্টে কে দেখাবে, এই পরিস্থিতিতে নামিয়ে এনেছি আমরা।"

তিনি আরও জানান-
"স্কুল বয়কট যেন কার্যকর থাকে" এবং আগামীকাল থেকে আন্দোলন মঞ্চে উপস্থিত থাকতে বলেন তিনি।

বিস্তারিত শুনুন ভিডিওতে-




নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update