আরিফ হোসেন, ১৩ই নভেম্বর: Facebook লঞ্চ করল একদম নিজস্ব পেমেন্ট সার্ভিস Facebook Pay, যার মাধ্যমে ফেসবুক, Messenger, Instagram ও WhatsApp -এর সাহায্যে পেমেন্ট করা সম্ভব হবে। জানা গেছে, শুরুতে ইউনিফাইড পেমেন্ট সার্ভিস পাওয়া যাবে শুধু ফেসবুক ও Messenger -এ। পেমেন্ট এর জন্য ফেসবুক এ গিয়ে সেটিংস -এ যেতে হবে, এরপর পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে এরপর ফেসবুক পে সিলেক্ট করে Transaction করা যাবে। এই মুহূর্তে যা US এ লঞ্চ করা হয়েছে। ফেসবুক নিজের ব্লকে জানিয়েছে, এর জন্য ইউজারকে সিকিউরিটি অপশন দেওয়া হবে, যেন PIN ও Biometric এর সুবিধা পাওয়া যাবে। এরজন্য সিঙ্গেল সিস্টেম উপলব্ধ করা যাবে অর্থাৎ ইউজারদের ডেটা সেফ থাকবে। ফেসবুক পে তে কিছু বিশেষ ক্রেডিট ও ডেবিড কার্ড সাপোর্ট করবে। এতে মানুষের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
like our facebook page for more update
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊