কেন্দ্র সরকার শনিবার প্যান- আধার কার্ড সংযুক্তিকরণের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করার কথা ঘোষণা করে। কেন্দ্র সরকার এর আগের নির্দেশিকায় জানিয়েছিল ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্যান- আধার কার্ড সংযুক্তিকরণের প্রক্রিয়া শেষ করতে হবে। এরপর সেই অব অবস্থান থেকে সরে এসে তারা নতুন বিবৃতি জারি করে। প্যান- আধার কার্ড সংযুক্তিকরণ না করা হলে বাতিল হয়ে যাবে প্যান কার্ড। আগামী বছরের ১ জানুয়ারি বাতিল হয়ে যাবে।
এই সংযুক্তিকরণ অনলাইন এবং অফলাইন দুটি প্রক্রিয়াতেই করা সম্ভব। প্যান- আধার সংযুক্তিকরণের জন্য নীচের পদ্ধতিগুলি অনুসরণ করুন:
যারা এখনও পর্যন্ত নথিভুক্ত করেননি-
প্যান- আধার সংযুক্তিকরণের জন্য http://incometaxindia.gov.in/Pages/default.aspx এই হাইপারলিঙ্কে ক্লিক করুন।
এরপর নীচে 'Important Links' একটি বক্স দেখতে পাবেন। সেখান থেকে Go to E-filing website for PAN-Aadhaar Linkage এ ক্লিক করুন।
এরপর প্যান নম্বর (PAN), আধার নম্বর (Aadhaar number), আধার কার্ড অনুযায়ী নাম লিখুন (Name as per Aadhaar)।
এরপর I agree to validate my Aadhaar details with UIDAI অপশনে টিক্ মার্ক করুন।
নীচে একটি ক্যাপচা কোড (CAPTCHA Code) আসবে হুবহু সেটি সেখানে লিখুন।
এরপর লিংক আধার (Link Aadhaar) -এ ক্লিক করুন।
নথিভুক্ত করানোর পর প্যান- আধার যোগ হয়েছে নাকি বুঝতে-
আবার www.incometaxindiaefiling.gov.in ওয়েবসাইট টি google URL- এ পেস্ট করুন।
এরপর নিজের PAN (User ID), password এবং date of birth দিয়ে ক্লিক করুন।
account খুলে গেলে 'Profile Settings'- এ ক্লিক করুন। এরপর লিঙ্ক আধার বলে একটি অপশন আসবে সেটিতে ক্লিক করুন।
সেখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনার প্যান- আধার কার্ডটি লিংক হয়ে গেছে। 'Your PAN is already linked to Aadhaar number XXXX3246' বলে নোটিফিকেশন স্ক্রিন জুড়ে আসবে।
যদি লিঙ্ক না হয়ে থাকে তাহলে উপরের পদ্ধতিতে পুনরায় নথিভুক্ত করুন।
এছাড়াও নথিভুক্ত করানোর কিছুক্ষন পর সেই পেজেই উপরের দিকে Click here অপশনে ক্লিক করলেও দেখতে পাবেন নথিভুক্ত হয়েছে নাকি।
এছাড়াও যে পদ্ধতিতে প্যান- আধার লিঙ্ক করতে পারেন-
আপনার ফোন থেকে PAN service provider দের SMS করে নিতে পারেন।
(Annexure-I) ফর্মটি ফিল আপ করেও প্যান- আধার লিঙ্ক করতে পারেন।
like our facebook page for more update
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊