আরিফ হোসেন, ওকড়াবাড়ী, ২৪শে নভেম্বর: সীমান্তবর্তী এলাকা দিনহাটার ওকড়াবাড়ীতে নব প্রগতি সঙ্ঘের পরিচালনায় ও প্রযোজনায় অনুষ্ঠিত হল এক বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠান। ভাওয়াইয়া শিল্পী আয়েশা সরকারের পূন‍্যভূমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান যে একটা অন‍্যমাত্রা পায় তা সকলেই জানে। সন্ধ‍্যা থেকেই আরম্ভ হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান। 

ওকড়াবাড়ীর দক্ষিনে ভিটালীতে নব প্রগতি সঙ্ঘের ক্লাব প্রাঙ্গনে পঞ্চদশ বর্ষ নাট‍্য উৎসব (নাটক R নাটক) অনুষ্ঠিত হয়‌। এদিনের এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষন ২০০১ বিজ্ঞান অভিযান শ্রেষ্ঠ নাট‍্যকার ও শ্রেষ্ঠ পরিচালক সুরজিৎ বর্মনের রচনা ও নির্দেশনায় মমস্পর্শী সামাজিক যাত্রাপালা "বকুল তলায় ফুল তোলে কে" । এই পূন‍্যভূমিতেই কোচবিহার জেলার ক্রীড়া জগতের অন‍্যতম প্রানপুরুষ অজিত বর্মনের উজ্জ্বল উপস্থিতি ও মঞ্চ পরিচালনা অনুষ্ঠানকে অন‍্যমাত্রায় পৌঁছে দেয়। সন্ধ‍্যা থেকেই বিভিন্ন গায়ক গায়িকা একের পর এক সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানকে জমিয়ে তোলে। রাত্রি প্রায় ১০টা নাগাদ "বকুল তলায় ফুল তোলে কে" যাত্রাপালা আরম্ভ হয়। এদিনের এই অনুষ্ঠানকে ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। প্রায় হাজার দেড় হাজার মানুষ উপস্থিত হয় এই অনুষ্ঠান উপভোগ করতে। চারিদিকে একটা আনন্দদায়ক মেলার পরিবেশ। বসেছে দোকান-পাঠ। দূর দুরান্তের মানুষ হাজির হয়েছে প্রতি বছরের ন‍্যায় এ বছ‍রের যাত্রাপালা উপভোগ করতে। নব প্রগতি সঙ্ঘের সদস‍্য প্রদীপ বর্মন জানান, পঞ্চদশ বর্ষ নাট‍্য উৎসব অনুষ্ঠিত হচ্ছে। সঙ্ঘের সকলের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্ঠায় এই অনুষ্ঠান। দর্শকদের আনন্দিত করতে পারলে আমরা স্বার্থক হবো। এদিনে যাত্রা উৎসব এর শুভ সূচনা করেন গিতালদহ দুই নং অঞ্চলের প্রধান আবুয়াল আজাদ মহাশয়। স্থানীয় বাসিন্দা ও দর্শকরা জানান, নব প্রগতি সঙ্ঘ আমাদের গর্ব। সমস্ত নিজস্ব শিল্পীরাই প্রতি বছর নাট‍্য উৎসবে অভিনয় করে । যা আমাদের কাছে অত‍্যন্ত আনন্দদায়ক।

নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update