ইডেন, ২২শে নভেম্বর- ঐতিহাসিক দিন রাতের প্রথম দিনের টেস্টেই হেলমেটে বল লেগে দুই বাংলাদেশী খেলোয়াড় অসুস্থ। প্রথমে শামির ও পরের ওভারে ইশান্ত শর্মার বল হেলমেটে আছড়ে পরায় লিটন দাস ফিরে যান। আর ব্যাটিং করা সম্ভব হয়নি। 

ইডেন তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লিটনের পরিবর্তে মাঠে আসেন মেহেদি হাসান মিরাজ। ২২.১ ওভারে আবারও সমস্যার সম্মুখীন হয় বাংলাদেশ। 

শামির বল নাইমের হেলমেটে এসে লেগে যায়। সেই সময় ভারতীয় দলের ফিজিয়ো নীতীন প্যাটেলকে পরিচর্যার জন্য ডেকে পাঠান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। 

এর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছেন কোহলি। তবে এই মুহূর্তে বাংলাদেশ দল দুজন খেলোয়াড়কে হারিয়ে বিপাকে পড়ে গেছে। 

হাসপাতাল থেকে ছাড়া পেলেও লিটন দাস খেলবেন না অন্যদিকে নাইম হাসানও অসুস্থ হয়ে পড়েছে। সুত্রের খবর, আবার যেন চোট না লাগে তাই আগাম সতর্কতা হিসেবে দুই ক্রিকেটারকেই বিশ্রাম নিতে বলা হয়েছে।


নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update