Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহারের রাসমেলার সাংস্কৃতিক মঞ্চে "পথ"

সংবাদ একলব্য : স্বপ্ন সোসাইটি দ্বারা পরিচালিত "পথ" বিশেষ বিদ্যালয়ের বিশেষ ভাবে সক্ষম শিক্ষার্থীরা কোচবিহার জেলার ঐতিহ্যবাহী রাসমেলার সাংস্কৃতিক মঞ্চে তিন জন বিশেষ ভাবে সক্ষম শিক্ষার্থী নৃত্যে অংশগ্রহণ করলেন l 
এদের অংশগ্রহণ "পথ" বিশেষ বিদ্যালয় কে আর ও এগিয়ে নিয়ে যেতে প্রেরণা যোগাবে এবং অন্যান্য বিশেষ ভাবে সক্ষম ছাত্র ছাত্রী দের মনেও অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন সংগঠনের সভাপতি তাপস বর্মনl অপর দিকে স্বপ্ন সোসাইটির একাধিক সামাজিক কাজের জন্য আজকে কোচবিহার জেলার ব্লাড ডোনার্স অর্গানাইজেশন রাসমেলার সংস্কৃতিক মঞ্চে স্বপ্ন সোসাইটি কে বিশেষ সন্মান তুলে দেন l সোসাইটির পক্ষ থেকে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি তাপস বর্মন মহাশয় ব্লাড কে অসংখ্য ধন্যবাদ জানান কোচবিহার জেলার ঐতিহ্যবাহী রাসমেলার মঞ্চ থেকে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code