Latest News

6/recent/ticker-posts

Ad Code

যাত্রী প্রতীক্ষালয়ে মদ্যপানের প্রতিবাদ করে আহত ১

শঙ্কর পাণ্ডে, বাসন্তী, ২৪ পরগণা (দঃ): কার্তিকে ফেলা কে কেন্দ্র করে খুনের ঘটনা মিটতে না মিটতেই আবার  খবরের  শিরোনামে দক্ষিণ ২৪পরগনার বাসন্তী।  এবার  যে ঘটনাটি ঘটল সেটা যাত্রী প্রতীক্ষালয়ে প্রকাশ্যে মদ্যপান করাকে কেন্দ্র করে  এক ব্যক্তিকে  ব্যাপক মারধোর করে বলে এলাকাবাসী জানিয়েছে।  ঘটনাটি ঘটেছে দঃ ২৪ পরগণা জেলার বাসন্তীর চোরাডাকাতিয়া গ্রামে। আহত ব্যাক্তির নাম পার্থসারথি মিস্ত্রি। পেশায় শ্রমিক পার্থ বাবু প্রায় কাজের জন্য বাইরে যান, এবং ফেরেন রাতে।কাজ শেষে বাড়ি ফেরার পথে দেখতে পান তার বাড়ির অদূরে যাত্রী প্রতীক্ষালয়ে স্থানীয় কিছু যুবক মদ্যপান করছে এবং তাদের সাথে কিছু বহিরাগত যুবক এসে যোগ দিয়েছে।প্রতি নিয়ত এমন ঘটনা দেখতে দেখতে পার্থ বাবু আর চুপ করে থাকতে পারে নি।যাত্রী প্রতীক্ষালয়ে মদ্যপানের প্রতিবাদ করলে,মদ্যপ যুবকরা পার্থ বাবুর উপর চড়াও হয়ে তাকে ব্যাপক মারধোর করে বলে স্থানীয়রা জানিয়েছে।এমনকি পার্থ বাবুর ঠোঁট ফেটে রক্ত ঝরছে দেখে স্থানীয়রা পার্থ বাবুকে হসপিটালে নিয়ে যায় বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।অভিযুক্তরা পলাতক ।

নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code