Latest News

Ad Code

৬ বৎসর পর আবার শুরু হলো 'বাংলা ছড়া'


সংবাদ একলব্যঃ 

আজ বিকাল ৩ টায় দিনহাটা 'বুক ক্যাফে' তে সম্পাদক অভিজিৎ দাশ সম্পাদিত 'বাংলা ছড়া'- সম্পূর্ণ রঙিন পত্রিকার শুভ উন্মোচন হয়। পত্রিকার মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট ছড়াকার শ্রী শুভাশিস দাশ। উপস্থিত ছিলেন দ্যুতি পত্রিকার সম্পাদক আজিজুল হক, ড. জসর আহমেদ ইউসুফ হক, শ্রী প্রাণেশ সাহা, গবেষক লোকমান হাকিম, ছড়াকার স্বপন দেবনাথ, মহঃ সেলিম প্রমুখ। 

দীর্ঘ ছয় বছর পর আবার এই পত্রিকা ফিরে এলো নিজস্ব গতিতে। পত্রিকার সম্পাদক অভিজিৎ দাস জানালেন 'অতীতে এই পত্রিকা নিয়মিত প্রকাশ করতে না পারার কারণ, লেখার অভাব।এখন ইন্টারনেট দুনিয়ায় দৌলতে খুব সহজেই যোগাযোগ হয়েছে লেখকদের সঙ্গে।সুবিধা হয়েছে লেখা পেতে।এখন নিয়মিত প্রকাশ হবে 'বাংলা ছড়া' পত্রিকা'।

একলব্য প্রকাশনী থেকে প্রকাশিত পত্রিকাটির মূল্য মাত্র ৩০ টাকা। সংগ্রহ করতে চাইলে একমাত্র পরিবেশক 'বুক ক্যাফে' তে পাওয়া যাচ্ছে। এছাড়া অনলাইনে সংগ্রহ করবারও ব্যবস্থা রয়েছে।

বিস্তারিত ভিডিওতে- 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code