আরিফ হোসেন, আলিপুরদুয়ার,17ই অক্টোবর: 

NRC এর জেরে ঘর ছাড়া হওয়ার পথে আসামের বহু মানুষ। এর ই মধ‍্যে পশ্চিমব্ঙ্গজুড়ে শুরু হয়েছে ভয়ভীতি। সম্ভাব‍্য NRC তে প্রায় এক কোটি মানুষ পুরো পশ্চিমবঙ্গে বাদ যাবে বলে ছড়িয়ে পড়েছে। এরজেরে বিভিন্ন রাজনৈতিক দলগুলি ভিন্ন ভিন্ন রুপে প্রতিবাদ করলেও নস‍্যসেখ উন্নয়ন পরিষদ পুরোপুরি আলাদারুপে একমাত্র অরাজনৈতিক সংগঠন হিসেবে বেশভাবে মাথা চারা দিয়েছে। উত্তরবঙ্গের মানুষ যে ভূমিপুত্র তার দাবি মূখ‍্যমন্ত্রী পর্যন্ত পৌঁছানোর লক্ষ‍্যে জেলায় জেলায় জলা শাসকের করণে একের পর এক ডেপুটেশন দিয়েই চলছে। এদিন আলিপুরদুয়ার জেলা শাসকের করণে প্রচুর মানুষের সমাগম ঘটে ও নিম্নোক্ত দাবিগুলি জেলাশাসকের কাছে প্রেরন করে। এদিন উপস্থিত ছিলেন নস‍্যসেখ উন্নয়ন পরিষদের সম্পাদক আমিনাল হক সভাপতি বজলে রহমান মহাশয়সহ নস‍্যসেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সকলেই।
নস্যশেখ উন্নয়ন পরিষদ এর দাবি -
১. পিছিয়ে পড়া নস্যসেখ জনজাতীর জন্য একটি উন্নয়ন পর্ষদ গঠন। 
২.নস্যসেখ জনজাতীকে ভূমিপুত্র (O.I.) হিসেবে স্বীকৃতি প্রদান করা। 
৩.পুরোনো সব জমির দলিল কোলকাতা থেকে নিয়ে এসে BLRO/RI অফিসে মজুত করা। 
৪. পুরোনো ভোটার তালিকা কোলকাতা থেকে নিয়ে এসে গ্রাম পঞ্চায়েত(GP) অফিসে মজুত করা।
   উপরিউক্ত দাবিগুলো সহ এন আর সি এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।


আরও পড়ুন-
NO NRC MOVEMENT...