![]() |
PIC SOURCE: -"NO NRC"MOVEMENT COVER PICTURE |
গত ৩১ আগস্ট প্রকাশিত আসামের জাতীয় নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকার বিরোধিতায় সরব হয় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলোও । এদিনের প্রকাশিত চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লক্ষ মানুষ। এনআরসির নাম করে বাঙালিদের অসম থেকে তাড়িয়ে দেওয়া তালিকার বাইরে থাকা ১৯ লক্ষ মানুষের দায়িত্ব নিতে হবে কেন্দ্রকেই- এই দাবীতেও যেমন সোচ্চার তেমনি বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন বাংলায় NRC -র তীব্র বিরোধিতা শুরু করে দিয়েছে ইতিমধ্যে।
এই প্রতিবাদ মূলত রূপ পাচ্ছে স্যোসাল মিডিয়ার দৌলতে। এর আগে স্যোসাল মিডিয়ার দৌলতে বাংলাদেশে একাধিক সফল আন্দোলন হতে দেখা গেছে। এইবার পশ্চিমবঙ্গে 'NO NRC MOVEMENT' নামের একটি ফেসবুক গ্রুপ যার সদস্য সংখ্যা ইতিমধ্যে ৬৮,১২০ (সংবাদ লেখার সময়) বৃহত্তর আন্দোলনে নামার পরিকল্পনা গ্রহন করেছেন।
এই গ্রুপের দাবী-
"আমরা CAB, NRC, NPR, NRIC ইত্যাদি জনবিরোধী ইস্যুগুলোর সম্পূর্ণরূপে বিরোধী। অর্থাৎ আমাদের অবস্থান “NO CAB”, “ NO NRC”, "NO NPR", "NO NRIC" আমরা সংবিধান, সরকার, সুপ্রিম কোর্ট, “আসাম চুক্তি” সবকিছুই মানুষের কল্যাণের দিক থেকে বিচার করি । পশ্চিমবঙ্গে একজনও শরণার্থী বা অনুপ্রবেশকারী নেই। যাদের পূর্বপুরুষেরা অবিভক্ত ভারতবর্ষে বাস করতো, এটা তাদের দেশ।"
১৫ অক্টোবর এই গ্রুপে অরুপ মজুমদার জানিয়েছেন- গত 14-10-2019-এর সাংগঠনিক সভায় সর্বসম্মতিতে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে- এর মধ্যে উল্লেখযোগ্য-
"পথে নেমে সংগ্রাম পরিচালনার জন্য 13 জনকে নিয়ে একটি ওয়ার্কিং কমিটি গড়ে তোলা হল। কাজের আগ্রহ এবং বিচক্ষণ নেতৃত্বদানের ক্ষমতার বাস্তব দৃষ্টান্তের ভিত্তিতে এই কমিটিতে নতুন নতুন সদস্য নেওয়া হবে।"
তিনি আরও জানিয়েছেন এই গ্রুপের পক্ষথেকে কলকাতায় মহা-মিছিল সংগঠিত হতে চলেছে আগামী 19শে ডিসেম্বর,2019।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊