Throwback 2016: অমিতাভ বচ্চনের শৌচালয়ে ‘সোনার কমোড’! সেলফি তুলে গোপন ছবি ফাঁস করলেন অভিনেতা বিজয় বর্মা
বিনোদন ডেস্ক: বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) বিলাসবহুল বাংলো ‘জলসা’র অন্দরমহল নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। বচ্চন পরিবারের (Amitabh Bachchan) আভিজাত্য ও জীবনশৈলী সবসময়েই চর্চার কেন্দ্রে থাকে। কিন্তু এবার বিগ বি-র শৌচালয়ের গোপন তথ্য প্রকাশ্যে এনে রীতিমতো শোরগোল ফেলে দিলেন ‘দাহার’ খ্যাত অভিনেতা বিজয় বর্মা। অমিতাভের বাড়ির শৌচালয়ে ঢুকে আস্ত একটি ‘সোনার কমোড’-এর সঙ্গে সেলফি তুলে বসলেন তিনি!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেতা নিজেই সেই ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, বিজয়ের পিছনে একটি সোনালি রঙের ঝকঝকে কমোড। এমন অদ্ভুত ও শৌখিন দৃশ্য দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। তবে কি বচ্চনদের অগোচরেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি?
আসলে, ঘটনাটি সাম্প্রতিক নয়। সোশ্যাল মিডিয়ায় চলা ‘থ্রো ব্যাক ২০১৬’ (Throwback 2016) ট্রেন্ডে গা ভাসিয়েই এই পুরনো স্মৃতি রোমন্থন করেছেন বিজয়। ২০১৬ সালে সুজিত সরকার পরিচালিত ‘পিঙ্ক’ সিনেমায় অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছিলেন তিনি। সেই সুবাদেই বিগ বি-র বাড়িতে আমন্ত্রিত ছিলেন বিজয়। অভিনেতার কথায়, বচ্চন ভিলার শৌচালয়ে ঢুকে সোনালি কমোড দেখে তিনি এতটাই মুগ্ধ ও বিস্মিত হয়েছিলেন যে, সেলফি তোলার লোভ সামলাতে পারেননি।
সেই মজার ছবিটি শেয়ার করে ক্যাপশনে বিজয় লিখেছেন, “২০১৬ সালটা আমার জন্য একপ্রকার মাইলফলক ছিল। চমৎকার কাস্ট-ক্রুদের নিয়ে ‘পিঙ্ক’ সিনেমায় বিগ বি এবং সুজিতদার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। ঈশ্বর শচীন তেন্ডুলকরের সঙ্গেও দেখা করেছিলাম। আর সেবছরই বচ্চনজির বাড়িতে একটি সোনালি টয়লেটের সঙ্গে সেলফি তোলার সুযোগ পাই।”
বিজয়ের এই রসিকতা এবং বিগ বি-র (Amitabh Bachchan) শৌখিনতার এই নমুনা দেখে নেটপাড়ায় হাসির রোল। বচ্চন পরিবারের অন্দরসজ্জায় যে এমন রাজকীয় ছোঁয়া বাথরুম পর্যন্ত বিস্তৃত, তা জেনে অবাক অনুরাগীরাও।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊