Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্যের ওবিসি বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল হাই কোর্ট

রাজ্যের ওবিসি বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল হাই কোর্ট


Highcourt


রাজ্যের ওবিসি বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল হাই কোর্ট। মামলার পরবর্তী শুনানি আগামী ৫ অগস্ট। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানিতে স্থগিতাদেশ বহাল রাখে হাইকোর্ট।

২০১০ সালের পরে তৈরি রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিল করে সামাজিক, আর্থিক এবং পেশাগত ভাবে সব জনগোষ্ঠীর মধ্যে সমীক্ষা করে নতুন করে তালিকা তৈরির কথা বলে হাইকোর্ট। রাজ্য একটি সমীক্ষা করে ওবিসি নিয়ে বিজ্ঞপ্তি জারি করলে ফের মামলা হয়। অভিযোগ, রাজ্য জেলাভিত্তিক কয়েকটি পরিবারের মধ্যে সমীক্ষা সীমাবদ্ধ রেখেছে। পূর্বতন ওবিসি তালিকার সঙ্গে বর্তমান তালিকার সামান্য কয়েকটি পার্থক্য রয়েছে মাত্র।

হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চেৎষ মামলার শুনানিতে রাজ্যের বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল। বলা হয়েছিল, ৩১ জুলাই পর্যন্ত বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ বহাল থা‌‌কবে। বৃহস্পতিবার সেই মেয়াদ আরও বাড়িয়ে দেওয়া হল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code