কোচবিহারের জেলা পার্টি অফিসে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শতবর্ষ পূর্তি উপলক্ষে পার্টির রক্ত পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের পর লাল পতাকার মিছিল শহর পরিক্রমা করে । পতাকা উত্তোলন করেন সিপিআইএমের কুচবিহার জেলার বর্ষীয়ান নেতা কমরেড তারিণী রায়। মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম কুচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কম: সাফিজ আহমেদ, কম:মহানন্দ সাহা , শহর এরিয়া কমিটির সম্পাদক কমরেড : সাধন দেব ও অন্যান্য নেতৃবৃন্দ। অসংখ্য কর্মী সমর্থকের উপস্থিতিতে শতবর্ষ প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। সা