Mahanayak Samman 2025: মহানায়ক সম্মান ২০২৫, কারা পেলেন পুরস্কার?
ধনধ্যান্য অডিটোরিয়ামে মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে উত্তম কুমার স্মরণে অনুষ্ঠিত হয়েছে মহানায়ক সম্মান প্রদান অনুষ্ঠান। চলচ্চিত্র জগতে অপরিসীম অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর ছয় জনকে এই সম্মাননা প্রদান করেন।
মহানায়ক শ্রেষ্ঠ সম্মান পেয়েছেন পরিচালক এবং অভিনেতা গৌতম ঘোষ। নির্মান করেছেন একাধিক তথ্যচিত্র। পদ্মা নদীর মাঝি, মনের মানুষ, পার, অন্তর্জলী যাত্রা এবং আরও অসংখ্য ছবি নজর কেড়েছে। বর্ষীয়ান এই পরিচালক, অভিনেতা এবং থিয়েটার আর্টিস্ট এবার পেয়েছেন মহানায়ক শ্রেষ্ঠ সম্মান ২০২৫ পুরস্কার।
মহানায়ক সম্মান ২০২৫ পুরস্কার পেয়েছেন মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু। বহু বাংলা সিনেমায় দক্ষ ভাবে প্রস্থেটিক মেকআপ করেছেন তিনি। অপরাজিত সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি।
অপরাজিত ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত, অটোগ্রাফ, ২২শে শ্রাবণ, তিন কাহন, ডবল ফেলুদা, হেমলক সোসাইটির মতো ছবির সঙ্গে যুক্ত থাকা প্রোডাকশন ডিজাইনার আনন্দ আঢ্যও পেয়েছেন মহানায়ক সম্মান।
টেলিভিশন এবং টলিউডের পরিচিত মুখ অভিনেত্রী গার্গি চৌধুরীকে মহানায়ক সম্মাননা প্রদান করা হয়। তাঁর প্রথম ছবি 'শুধু তুমি'। এছাড়াও ইতি মৃণালিনী, খাদ, হামি ও আরও অনেক ছবিতে দেখা গিয়েছে তাঁর অসাধারণ অভিনয়।
রবীন্দ্রনাথের গান থেকে আধুনিক সঙ্গীত, কিংবা ধ্রূপদী সঙ্গীত থেকে লোকসঙ্গীত- সবেতেই পারদর্শী খ্যাতনামা গায়িকা ইমন চক্রবর্তীকে মহানায়ক সম্মাননা প্রদান করা হয় এদিন। প্রাক্তন ছবির তুমি যাকে ভালবাস গানের নেপথ্য কণ্ঠ শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন ইমন।
চলো লেটস গো, ২২শে শ্রাবণ, উমা, হেমলক সোসাইটি-সহ একাধিক বাংলা ছবিতে গান গাওয়া গায়ক ও সঙ্গীত নির্দেশক রুপঙ্কর বাগচিকেও মহানায়ক সম্মাননা প্রদান করা হয়। জাতিস্বর ছবির 'এ তুমি কেমন তুমি' গানের নেপথ্য কণ্ঠ শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন রূপঙ্কর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊