Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাংলাদেশের সানির জন্য সহযোগিতার হাত বাড়ালো পশ্চিমবঙ্গের এমার্জেন্সি ব্লাড সার্ভিস গ্রুপ

pic. source-internet
দীপ রায়, কলকাতা, ২৫ আগস্টঃ সন্তান জন্মের কিছুদিনের মধ্যেই সানির মধ্যে পরিলক্ষিত হয় তিনি ক্যান্সারে আক্রান্ত। তড়িঘড়ি করে তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে।ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করতে পারেননি বাংলাদেশের বাসিন্দা শাকিল আহমেদ।চিকিৎসার জন্য হাজির হন কলকাতার নিউটাউনের টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটালে।তার স্ত্রী সানির "বোনম্যারো ট্রান্সপ্লান্ট হয়" দরকার হয় প্রচুর রক্তের।খবর যায় সাধারণ মানুষের বিপদের সময় ত্রাতার ভূমিকায় যারা রক্তের জোগান দিতে এগিয়ে আসেন এমার্জেন্সি ব্লাড সার্ভিস গ্রুপের সদস্যদের কাছে। সংগঠনের সদস্য- আকিব,রাজেশ, ওসমান,নাজিমুল হকেরা ঝাঁপিয়ে পড়েন কিভাবে রক্ত জোগাড় করা যায়।গ্রুপের সদস্যদের সহযোগিতায় রক্তদানে এগিয়ে আসেন রিজুয়ান মুর্শিদাবাদের বাসিন্দা পেশায় দিনমজুর,হাবরার বাসিন্দা গোপাল দে পেশা চাকরি,হাওড়ার বাসিন্দা পেশায় দিনমজুর সাহিল ও মনোজ বাবু ।

৪জনের দেওয়া রক্তে কিছুটা স্বস্তি পান শাকিল বাবু। শাকিল আহমেদ বলেন "এদের আতিথেয়তা দেখে একবারও মনে হয়নি বাংলাদেশে আছি ভারত-বাংলাদেশ আলাদা দেশ হলেও ভারতবর্ষ যে হিন্দু-মুসলিম মিলন ক্ষেত্র তার স্বরূপ আজ নিজেই অনুভব করতে পারছি"।
এ প্রসঙ্গে ইমারজেন্সি ব্লাড সার্ভিস গ্রুপের সদস্য রাজেশ বলেন "আমাদের মধ্যে ধর্মের ভেদাভেদ নেই।একটাই ধর্ম সেটা হল- মানব ধর্ম ।দেশ-বিদেশ ধনী-গরীব যেই আসুক না কেন আমাদের দরজা সবার জন্য খোলা  আমরা সানির দীর্ঘায়ু  জীবন কামনা করি"।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code