Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটার চিকিৎসকের অন্যরকম জন্মদিন পালন

মৃগাঙ্ক সরকার, দিনহাটা, ২৫ আগস্টঃ দিনহাটার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অজয় মণ্ডল আজ তার ৩২ তম জন্মদিন উপলক্ষে কুহেলি মসলা কিচেনে গরীব বৃদ্ধা এবং শিশুদের মুখে খাবার তুলে দেন। জন্মদিন কে বিশেষভাবে পালন করার উদ্দেশ্যেই ডাক্তারবাবুর এই উদ্যোগ। তার এই মহতী উদ্যোগে সহযোগী হিসেবে ছিলেন দীপঙ্কর দত্ত, দীপক বৈদ এবং সঞ্জিত কর্মকার।
সবশেষে ডাক্তার বাবু জানান,"এদেরকে পেট পুরে খাইয়ে যে শান্তি পেলাম তা হয়তো আর অন্য কোন কাজে পাবনা। এদের কাছ থেকে যে নিঃস্বার্থ ভালোবাসা' মেশানো আশীর্বাদ পেলাম তা হয়তো কোটি টাকা দিয়ে কেনাও যাবে না।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code