Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, ১১ কোটি টাকায় পথে নামছে ৬টি নতুন স্লিপার ভলভো বাস, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, ১১ কোটি টাকায় পথে নামছে ৬টি নতুন স্লিপার ভলভো বাস, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

NBSTC, North Bengal State Transport Corporation, New Sleeper Volvo Bus, Mamata Banerjee, Parthapratim Roy, Cooch Behar News, Bus Service North Bengal, Sangbad Ekalavya, NBSTC Volvo Fare.


নিজস্ব প্রতিবেদন, কোচবিহার: যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এবং উত্তরবঙ্গের পরিবহন ব্যবস্থাকে আরও গতিশীল করতে বড় পদক্ষেপ নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (NBSTC)। সংস্থায় যুক্ত হচ্ছে আরও ৬টি অত্যাধুনিক স্লিপার ভলভো বাস। আগামীকাল, অর্থাৎ শুক্রবার শিলিগুড়ি থেকে ভার্চুয়াল মাধ্যমে এই বাসগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার কোচবিহারে সংস্থার সদর দপ্তরে 'পরিবহন ভবনে' এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন এনবিএসটিসি-র চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তিনি জানান, মোট ১১ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে এই ৬টি নতুন বাস কেনা হয়েছে। প্রতিটি বাসের দাম পড়েছে প্রায় ১ কোটি ৮৯ লক্ষ টাকা। মূলত কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি—এই তিন জেলা থেকে কলকাতা রুটে এই বাসগুলি চালানোর পরিকল্পনা রয়েছে।

পার্থপ্রতিম রায় বলেন, “আগামীকাল বেলা ৩টে নাগাদ কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাসে বাসগুলি দাঁড়িয়ে থাকবে। সেখানে জেলার জনপ্রতিনিধি ও আধিকারিকরা উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী শিলিগুড়ি থেকে ভার্চুয়াল মোডে বাসগুলির শুভ সূচনা করবেন।”

সংস্থা সূত্রে খবর, বিগত কয়েক বছরে এনবিএসটিসি-র আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ২০২৫ সালের ডিসেম্বর মাসে ট্রাফিক রেভিনিউ বাবদ ১৬ কোটি ৩৯ লক্ষ টাকা আয় করেছে সংস্থা, যা সংস্থার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক আয়। এই লভ্যাংশ এবং উন্নত পরিষেবার লক্ষ্যেই নতুন এই দামী বাসগুলি নামানো হচ্ছে।

চেয়ারম্যান আরও জানান, বাসের রুট এবং ভাড়ার তালিকা উদ্বোধনের পরেই অফিশিয়ালি ঘোষণা করা হবে। তবে যাত্রীদের জন্য বিশেষ ছাড় বা অফার থাকার ইঙ্গিত দিয়েছেন তিনি, যা আগামীকাল স্পষ্ট করা হবে। উত্তরবঙ্গবাসীর কাছে এই আরামদায়ক স্লিপার বাস পরিষেবা এক নতুন সংযোজন হতে চলেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code