Latest News

6/recent/ticker-posts

Ad Code

নাজিরহাটে সাম্প্রদায়িক সুড়সুড়ি প্রদানকারিদের কড়া হুঁশিয়ারি O.C. হেমন্ত শর্মার

সংবাদ একলব্য, নাজিরহাট, ২৫ আগস্টঃ দিনহাটা 2নং বিডিও অফিস এবং সাহেবগঞ্জ থানা থেকে নাজিরহাট এলাকায় শান্তি সভা ,শান্তি সম্প্রীতির মিছিল হয় আজ।
দিনহাটার নাজিরহাট এলাকায় উত্তপ্ত পরিস্থিতি নিয়ে SDO,SDPO,IC,OC সহ সব রাজনৈতিক দলের প্রতিনিধি , গ্রাম পঞ্চায়েত সদস্য, ব্যাবসায়ী প্রতিনিধিদের নিয়ে দিনহাটা 2 বিডিওর আহ্বানে নাজিরহাট এলাকায় শান্তি-শৃঙ্খলা,সম্প্রীতি রক্ষার্থে গত ২২ তারিখ একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 
আজ সকালে নাজিরহাট বাজারে শান্তিসভা এবং সম্প্রতির মিছিল দেওয়া হয়। আজকের শান্তি সভা থেকে সাহেবগঞ্জ থানার ও. সি. হেমন্ত শর্মা নাজিরহাটে সাম্প্রদায়িক সুড়সুড়ি প্রদানকারিদের কড়া হুঁশিয়ারি প্রদান করেন। 
প্রসঙ্গত উল্লেখ্য- গত ১৭ আগস্ট বিধায়ক উদয়ন গুহ এবং প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়ের নেতৃত্বে বিজেপিতে যোগদেওয়া পঞ্চায়েতদের পুনরায় দলে ফিরিয়ে এনে নাজিরহাটে মিছিল করবার সময় একাধিক দোকান এবং আশ্রম ভাঙ্গার অভিযোগ উঠেছিল বিধায়কের বিরুদ্ধে। আশ্রমিক বৃদ্ধা নিরোবালা অধিকারিকেও মারা হয় বলে অভিযোগ উঠেছিল। একই সাথে বিজেপির পার্টি অফিস সহ একাধিক দোকান ভাঙচুর করা হয়। বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছালেও নাজিরহাটের পার্শ্ববর্তি বিভিন্ন এলাকায় উত্তেজনার সংবাদ পাওয়া যায়। ১৭ আগস্ট সারারাত বন্দুক-বোমার আওয়াজে আতঙ্কে কাটায় নাজিরহাটবাসি। রাতেই ১৪৪ ধারা ঘোষণা করা হয়। 


অপরদিকে দোকান ভাঙচুর অভিযোগ তুলে অনির্দিষ্ট কালের জন্য বাজার বনধ ডাকে দিনহাটা ২ নম্বর ব্লকের নাজিরহাট ব্যবসায়ী সমিতি। 
গত ১৮ আগস্ট বিজেপির জলপাইগুড়ি জেলা পর্যবেক্ষক দীপ্তিমান সেনগুপ্তের সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছিলেন- ' উদয়ন গুহর নেতৃত্বে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা হয়েছে নাজিরহাটে।' তিনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। পুলিশি সহযোগিতায় মিছিল দেওয়ার সময় কি করে দোকান এবং আশ্রমে ভাঙচুর হয়, তাও প্রশ্ন তোলেন তিনি।
আজ প্রাশাসনিক কর্তাদের উপস্থিতিতে যে সম্প্রীতির মিছিল এবং সভা করা হয় তাতে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের সাথে সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
বিস্তারিত শুনুন ভিডিওতে-


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code