ওয়েব ডেস্ক, ১৪অগাস্টঃ  স্বাধীনতা দিবসে বীরচক্র সন্মানে ভূষিত হতে চলেছেন বায়ুসেনার পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। ২৭ ফেব্রুয়ারি 'ডগ ফাইট' চলাকালীন পাকিস্তানের এফ-১৬ জেটকে গুলি করে নামাতে গিয়ে নিজের মিরাজ যুদ্ধবিমান নিয়ে পাকিস্তানের  মাটিতে পড়ে যান তিনি। সেখানে বন্দি করে পাকিস্তান।

 দুইদিন পাকিস্তানের হাতে বন্দি থাকার পর পয়লা মার্চ ওয়াঘা সীমান্ত নিয়ে ভারতে ফেরেন। পাকিস্তানের  হাতে বন্দি থাকার পর যে ভাবে সাহসিকতার পরিচয় দিয়ে একের পর এক প্রশ্নের উত্তর অভিনন্দন  দিয়েছিলেন, তাতে তিনি জাতীয় হিরো হয়ে যান।
এখনও বিমান চালানো শুরু করেননি তিনি, তবে তিনি এখন শারিরীক ভাবে সম্পুর্ন সুস্থ রয়েছেন। কিছুদিনের মধ্যেই  আবার তাকে ককপিটে করে ফিরতে দেখা যাবে।