বিপ্লব চক্রবর্তী, তুফানগঞ্জ,১৪ আগস্টঃ বিশ্ব হিন্দু পরিষদের বজরং দলের তরফ থেকে ১৪ ই আগস্ট অখন্ড ভারত দিবস উদযাপন। বিশ্ব হিন্দু পরিষদের বজরং দলের পরিচালনায় তুফানগঞ্জ আপ টু ডেট ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো অখন্ড ভারত দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের ক্ষেত্রীয় সংগঠন মন্ত্রী তথা সামাজিক সমর্সাতা প্রমুখ ( কলকাতা ক্ষেত্র) মাননীয় শ্রী গৌতম কুমার সরকার মহাশয়, তুফানগঞ্জ উত্তরবঙ্গ প্রান্তের বজরং দল সহ  সংযোজক প্রসেনজিৎ সরকার মহাশয়, কোচবিহার জেলার ধর্ম প্রসার বিভাগ প্রমুখ মাননীয় শ্রী লক্ষণ বসাক মহাশয়, কোচবিহার জেলা সেবা প্রমুখ জিতেন্দ্র অধিকারী মহাশয়, প্রো খন্ডের সভাপতি চিত্র জিৎ সিংগো কুমার মহাশয়, প্রক্ষণ্ড সম্পাদক তাপস ভগৎ, ছিলেন বজরং দল সংযোজক চিত্ত রঞ্জন অধিকারী, দুর্গা বাহিনী প্রমুখ নমিতা সাহা, নাগর বজরং দল প্রমুখ অরিন্দম সরকার, নগর সম্পাদক অরূপ বর্মা ইত্যাদি, কাশ্মীর থেকে কন্যাকুমারীকা হিমালয় থেকে ব্রহ্মদেশ এই অখন্ড ভারতের সংকল্পের উদ্দেশ্যে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্তে এরকম অনুষ্ঠান করে থাকে, তুফানগঞ্জে এই নিয়ে দ্বিতীয়বার এই অনুষ্ঠান সংঘটিত হলো।

বিস্তারিত দেখুন ভিডিওতে-