Latest News

6/recent/ticker-posts

Ad Code

সঠিক বেতন কাঠামোর দাবিতে কোচবিহারের ডি. আই. কে ডেপুটেশন UUPTWA

সংবাদ একলব্য, ১৪ অগাস্টঃ পশ্চিমবঙ্গ সরকার গত জুলাই মাসে যে নুতুন বেতন কাঠামোর ঘোষণা করেছে তাতে ফিটমেন্ট ফ্যাক্টর কি হবে তা নিয়ে কোনো স্পষ্ট বার্তা দেয়নি l  প্রাথমিক শিক্ষকরা তাঁদের আবার যোগত্যা ভিত্তিতে পিছিয়ে পড়তে পারেন এই আশঙ্কা রয়েছে l সরকারের ঘোষণা অনুসারে বিবেচনা করলে দেখা যাচ্ছে আগে যুক্ত হওয়া শিক্ষকদের সঙ্গে নুতুন যুক্ত হওয়া শিক্ষকদের বেতনে ফারাক থাকছে না বেশি, কিন্তু আগে নিযুক্ত শিক্ষকরা সিনিয়র হিসেবে তাঁদের বেতন বেশি হওয়া উচিত এই নিয়ে কোনো স্পষ্ট নির্দেশ আসেনি l যারা 18 বছরের বেশি চাকরি করছেন তাঁদেরও তাঁদের সিনিয়র হিসেবে বেতন বৈষম্য থেকে যাচ্ছে l এই বেতনক্রম 1লা অগাস্ট থেকে চালু হলেও এর সঠিক কাঠামো এখনোও শিক্ষকদের কাছে অজানা l তাঁদের যোগ্য বেতনক্রম কি হবে এবং ফিটমেন্ট ফ্যাক্টর কি হবে এই দাবী জানিয়ে কোচবিহার ডি আই অফিসে ডেপুটেশন দিল UUPTWA কোচবিহার শাখা l


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code