শীতের আমেজে বিষাদ, কাঁচা খেজুর রসে নিপা আতঙ্ক বারাসতে! সতর্কবার্তা চিকিৎসকদের
নিজস্ব সংবাদদাতা, বারাসত: শীতের ভোরে টাটকা খেজুরের রস খাওয়ার হুজুগে বড়সড় বিপদ নেমে এল বারাসতে। শীতকালীন এই জনপ্রিয় পানীয় থেকেই শরীরে বাসা বাঁধল মারণ নিপা ভাইরাস। সূত্রের খবর, বারাসতের এক বেসরকারি হাসপাতালে ইতিমধ্যেই দু’জন নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, কাঁচা খেজুরের রস খাওয়া থেকেই তাঁদের শরীরে এই সংক্রমণ ছড়িয়েছে।
শীতের মরশুমে গ্রামবাংলা তো বটেই, শহরেও খেজুর রস খাওয়ার ধুম পড়ে যায়। কিন্তু এই অভ্যাসই যে প্রাণঘাতী হতে পারে, তা নিয়ে বারবার সতর্ক করছেন ভাইরোলজিস্টরা। এই বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, খেজুর গুড় খাওয়া নিয়ে ভয়ের কোনও কারণ নেই। কারণ, রস দীর্ঘক্ষণ ফুটিয়ে গুড় তৈরি করা হয়, ফলে উচ্চ তাপমাত্রায় ভাইরাস নষ্ট হয়ে যায়। কিন্তু গাছ থেকে পেড়ে আনা কাঁচা রসে নিপা ভাইরাস থাকার প্রবল সম্ভাবনা থাকে।
কেন কাঁচা রসে এত বিপদ? চিকিৎসকদের মতে, রাতের অন্ধকারে মিষ্টি রসের লোভে খেজুর গাছে হানা দেয় বাদুড়। মূলত যে হাড়িতে রস সংগ্রহ করা হয়, সেই হাড়িতে বা গাছের কাটা অংশে বাদুড় মুখ দেয়। বাদুড়ের লালায় থাকে নিপা ভাইরাস। সংগৃহীত সেই রস যখন মানুষ কাঁচা অবস্থায় পান করেন, তখন সরাসরি তাঁরা সংক্রমিত হন। বিশেষ করে 'মৌলি'রা (যাঁরা গাছ কেটে রস সংগ্রহ করেন) যদি গাছের চারপাশে বা হাড়ির মুখে সঠিকবাবে জাল না দেন, তবে বাদুড়ের উৎপাত ও সংক্রমণের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
শুধুমাত্র খেজুর রসই নয়, গাছপাকা ফল খাওয়া নিয়েও সতর্ক করেছেন চিকিৎসকরা। তাদের মতে, পেয়ারা, কুল, জামরুল, করমচা, আপেল, নাসপাতি, আঙুর বা সবেদার মতো ফলে অনেক সময় বাদুড় মুখ দেয়। তাই বাজার থেকে কেনা ফল সরাসরি না খেয়ে, কলের জলে খুব ভালো করে ধুয়ে তবেই খাওয়া উচিত।
নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ হিসেবে চিকিৎসকরা জ্বর, মাথাব্যাথা, বমি ভাব, প্রবল গলা ব্যাথা ও শ্বাসকষ্টের কথা উল্লেখ করেছেন। তবে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে, নিপা ভাইরাস বায়ুবাহিত নয়। অর্থাৎ হাওয়ার মাধ্যমে এটি ছড়ায় না। মূলত সংক্রমিত ব্যক্তির লালা বা হাঁচি-কাশির ড্রপলেট থেকেই সুস্থ মানুষের শরীরে এই ভাইরাস প্রবেশ করতে পারে। তাই কাঁচা খেজুর রস বর্জন ও পরিচ্ছন্নতা বজায় রাখাই এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায়।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊