Nipah Virus: দেশে ফের নতুন মহামারির আশঙ্কা, সংক্রমণ ছড়াচ্ছে নিপা
করোনা ভয়াবহ রূপ এখনও বিশ্ববাসীর মনে গেঁথে রয়েছে। এরই মধ্যে দেশে ফের নতুন মহামারির আশঙ্কায়। কেরালায় নিপা ভাইরাসে (Nipah Virus) সংক্রমণ ধরা পড়েছে। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যাটা মাত্র ৫ হলেও তাদের সংস্পর্শে এসেছেন বহুজন - এটাই ভীষণভাবে ভাবাচ্ছে রাজ্যকে। গত মঙ্গলবারই ২ জনের মৃত্যু হয়েছে। সঠিকভাবে এখনও প্রমাণিত না হলেও এই ভাইরাসই মৃত্যু বলে সন্দেহ করা হচ্ছে।
রাজ্যের এক স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত বলে স্বীকার করে নিয়েছেন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী বীণা জর্জ। কেরালায় ইতিমধ্যেই বেশকিছু স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। ৬ টি গ্রামকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী ফের লকডাউনের আশঙ্কায় রয়েছে বহু মানুষ।
নিপা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহের তালিকায় থাকা ৭০৬ জনের মধ্যে ৭৭ জন হাই রিস্ক ক্যাটিগোরিতে রয়েছেন। সন্দেহের তালিকায় রয়েছেন বেশ কিছু স্বাস্থ্যকর্মীও। কয়েকজন বর্তমানে হাসপাতালে ভর্তি। এদের মধ্যে মাথাধরার মতো উপসর্গ দেখা যাচ্ছে। সরকারের তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে যাদের হাইরিস্ক পার্সন বলে ঘোষণা করা হয়েছে তাদের ঘরে থাকাই ভালো।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊