Latest News

6/recent/ticker-posts

Ad Code

'সর্বনাশ' হতে পারে আমেরিকার! শুল্ক নীতি নিয়ে ট্রাম্পের ট্রিলিয়ন ডলার ক্ষতির হুঁশিয়ারি

'সর্বনাশ' হতে পারে আমেরিকার! শুল্ক নীতি নিয়ে ট্রাম্পের ট্রিলিয়ন ডলার ক্ষতির হুঁশিয়ারি

Donald Trump, US Supreme Court, Tariffs, Economy, IEEPA, National Security, Trade War, ডোনাল্ড ট্রাম্প, সুপ্রিম কোর্ট, শুল্ক নীতি

ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে শুল্ক বা ট্যারিফ সংক্রান্ত এক ঐতিহাসিক মামলার রায় ঝুলে আছে। আর এই রায় যদি বর্তমান মার্কিন প্রশাসনের বিপক্ষে যায়, তবে আমেরিকার অর্থনীতি কার্যত ধসে পড়তে পারে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, আদালত যদি তাঁর আরোপ করা শুল্ককে অবৈধ ঘোষণা করে, তবে মার্কিন সরকারকে ট্রিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ দিতে হতে পারে, যা দেশের জন্য এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে।

প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর বর্তমান মেয়াদে 'ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট' (IEEPA) ব্যবহার করে বিভিন্ন দেশের পণ্যের ওপর চড়া শুল্ক আরোপ করেছেন, যা 'লিবারেশন ডে ট্যারিফ' নামে পরিচিত。তবে নিম্ন আদালত এই পদক্ষেপকে প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার বলে রায় দিয়েছিল। বর্তমানে বিষয়টি সুপ্রিম কোর্টের বিবেচনাধীন। ট্রাম্প প্রশাসন যুক্তি দেখিয়েছে যে, জাতীয় নিরাপত্তা ও বাণিজ্যিক ভারসাম্যহীনতা মোকাবিলার জন্য এই শুল্ক জরুরি। অন্যদিকে, মামলাকারীদের দাবি, কংগ্রেসের অনুমোদন ছাড়া এত ব্যাপক শুল্ক আরোপের এখতিয়ার প্রেসিডেন্টের নেই।

ট্রাম্প এই শুল্ক নীতিকে 'জাতীয় নিরাপত্তার বোনাস' বা 'ন্যাশনাল সিকিউরিটি বোনানজা' হিসেবে অভিহিত করেছেন। তাঁর দাবি, চড়া শুল্কের ভয়ে অনেক বিদেশি কোম্পানি ও দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে কারখানা ও প্ল্যান্ট তৈরি করতে বাধ্য হয়েছে। এর ফলে দেশে ব্যাপক কর্মসংস্থান ও বিনিয়োগ এসেছে। ট্রাম্পের মতে, যদি আদালত এখন এই শুল্ক বাতিল করে দেয়, তবে সেই বিনিয়োগকারীরা তাদের অর্থের ফেরত চাইবে।

ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ লিখেছেন, "যদি সুপ্রিম কোর্ট আমেরিকার বিরুদ্ধে রায় দেয়, তবে আমাদের অবস্থা করুণ হবে (We're Screwed!)। আমাদের কেবল শুল্কের টাকাই ফেরত দিতে হবে না, বরং শুল্ক এড়াতে যারা বিশাল বিনিয়োগ করেছে, তাদের ক্ষতিপূরণও দিতে হবে। সব মিলিয়ে এই ক্ষতির পরিমাণ কয়েক ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে"।

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প ক্ষতির যে অংক (ট্রিলিয়ন ডলার) বলছেন, তা অতিরঞ্জিত হতে পারে। তবে রয়টার্সের তথ্য অনুযায়ী, যদি ট্রাম্প হেরে যান, তবে তাৎক্ষণিকভাবে প্রায় ১৫০ বিলিয়ন ডলারের রিফান্ড বা ফেরত দেওয়ার দায় চাপতে পারে সরকারের ওপর, যা প্রশাসনিকভাবে অত্যন্ত জটিল। বিরোধীরা বলছেন, ট্রাম্প এই ভীতিকর পরিস্থিতি তৈরি করছেন আদালতের ওপর চাপ সৃষ্টি করার জন্য। তবুও, সুপ্রিম কোর্টের এই রায় আমেরিকার বাণিজ্যিক ভবিষ্যৎ এবং রাষ্ট্রপতির ক্ষমতার পরিধি নির্ধারণে এক বড় ভূমিকা পালন করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code