বিশ্বরেকর্ডের নতুন মাইলফলক ছুঁলেন বিরাট কোহলি, টপকালেন সঙ্গাকারাকেও
বিরাট কোহলি মানেই রেকর্ড। ক্রিকেট মাঠে নামার আগেই পরিসংখ্যানবিদরা প্রস্তুত হয়ে যান কারণ, ‘কিং কোহলি’ কখন কোন বিশ্বরেকর্ড ভেঙে ফেলবেন, তা আগে থেকে বলা মুশকিল। সচিন তেন্ডুলকরের পর বিশ্বক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার হিসেবে নিজেকে বহু আগেই প্রতিষ্ঠা করেছেন কোহলি। ফের একবার তার প্রমাণ মিলল রবিবার বডোদরার কোটাম্বি স্টেডিয়ামে।
রবিবার ভারত-নিউ জিল্যান্ড প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে ব্যাট হাতে পরিচিত ছন্দে ধ্বংসাত্মক রূপে ধরা দেন কোহলি। মাত্র ৭ রানের জন্য আন্তর্জাতিক কেরিয়ারের ৮৫তম শতরান না পেলেও, রেকর্ড গড়ার পথে কোনও বাধাই হয়ে দাঁড়াতে পারেনি। ওই ম্যাচেই শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সঙ্গাকারার আন্তর্জাতিক রানের নজির টপকে যান তিনি।
সঙ্গাকারা তাঁর ১৫ বছরের বর্ণময় আন্তর্জাতিক কেরিয়ারে মোট ২৮,০১৬ রান করেছিলেন। সেই রেকর্ড ভাঙতে কোহলির প্রয়োজন ছিল মাত্র ৪২ রান। ভারতের রান তাড়া করার সময়ে ১৯তম ওভারেই সেই মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি। এখানেই থামেননি ভারতীয় তারকা। বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ হাজার রানের গণ্ডিও পার করে ফেলেন কোহলি।
পরিসংখ্যান বলছে, সঙ্গাকারার ২৮ হাজার রান করতে লেগেছিল ৬৬৬ ইনিংস, আর সচিন তেন্ডুলকরের ক্ষেত্রে তা ছিল ৬৪৪ ইনিংস। সেখানে কোহলি মাত্র ৬২৪ ইনিংসেই এই অসাধারণ কৃতিত্ব অর্জন করলেন, যা তাঁকে এই তালিকায় দ্রুততম করে তুলেছে।
ফের একবার প্রমাণ করলেন বিরাট কোহলি তিনি শুধু বর্তমান প্রজন্মের নন, সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। রেকর্ড ভাঙা ও গড়ার খেলায় তাঁর নাম যে আরও বহুবার উঠে আসবে, তা বলাই বাহুল্য।
আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ৩ ব্যাটারই ২৮০০০ রান করছেন:
১) বিরাট কোহলি (ভারত): ৬২৪ ইনিংস
২) সচিন তেন্ডুলকর (ভারত): ৬৪৪ ইনিংস
৩) কুমার সঙ্গাকারা (শ্রীলঙ্কা): ৬৬৬ ইনিংস

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊