মঞ্চে উঠে অপমান ও হেনস্থার অভিযোগ মিমির, পাল্টা 'সময়সীমা'র যুক্তি বনগাঁর আয়োজকদের
রবিবার রাতে উত্তর ২৪ পরগনার বনগাঁয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে তীব্র বাদানুবাদের জেরে পুলিশে অভিযোগ দায়ের করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) । বনগাঁর নয়াগ্রাম এলাকার ওই ঘটনায় অভিনেত্রী দাবি করেছেন, মঞ্চে পারফর্ম করার সময় তাকে অপমান ও হেনস্থা করা হয়েছে। অন্যদিকে, আয়োজকদের দাবি, প্রশাসনিক নিয়ম ও সময়সীমা মেনেই অনুষ্ঠান বন্ধ করতে বলা হয়েছিল।
ঘটনাটি ঘটে রবিবার রাতে বনগাঁর নয়াগ্রামের একটি লাইভ স্টেজ শো চলাকালীন। মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন হঠাৎই আয়োজক কমিটির সদস্য তন্ময় শাস্ত্রী মঞ্চে উঠে আসেন এবং অভব্য আচরণ করেন। তাকে গান গাওয়ার মাঝেই থামিয়ে দেওয়া হয় এবং মঞ্চ থেকে নেমে যেতে বলা হয়।
অভিনেত্রীর দাবি, হাজার হাজার দর্শকের সামনে তাকে এভাবে থামিয়ে দেওয়া এবং আয়োজকদের আচরণ অত্যন্ত অপমানজনক ছিল। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি ইমেলের মাধ্যমে বনগাঁ থানায় তন্ময় শাস্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত তন্ময় শাস্ত্রী এবং আয়োজক 'যুবক সংঘ ক্লাব' অবশ্য মিমির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবি, মিমি চক্রবর্তী নির্ধারিত সময়ের চেয়ে প্রায় এক ঘণ্টা দেরিতে অনুষ্ঠানস্থলে পৌঁছান।
তন্ময় শাস্ত্রী সংবাদমাধ্যমকে জানান, "সামনেই ছাত্রদের বোর্ড পরীক্ষা চলছে। তাই পুলিশ ও প্রশাসনের তরফে রাত ১২টার পর মাইক বাজানোর বা অনুষ্ঠান চালানোর অনুমতি ছিল না। আমরা মিমিকে অপমান করিনি। বরং পুলিশি ঝামেলা এড়াতে এবং নিয়ম মানতেই অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়েছি।"
তিনি আরও বলেন, "মিমি যদি সময়মতো আসতেন, তবে এই সমস্যা হতো না। আমরা ১২টার পর অনুষ্ঠান চালালে পুলিশ এসে শো বন্ধ করে দিত এবং ক্লাবের বিরুদ্ধে মামলা করত।"
ঘটনার মোড় অন্যদিকে ঘুরিয়ে আয়োজকরা দাবি করেছেন, রাত ১১:৪৫ নাগাদ যখন ক্লাবের মহিলা সদস্যরা মিমিকে সম্মান জানাতে মঞ্চে ওঠেন, তখন অভিনেত্রীর দেহরক্ষীরা তাঁদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন। এই নিয়ে ক্লাবের সদস্যদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়।
তবে পরিস্থিতির গুরুত্ব বুঝে তন্ময় শাস্ত্রী শেষে যোগ করেন, "মিমি চক্রবর্তী একজন বড় তারকা। তিনি যদি ভুল বুঝে থাকেন বা আমাদের আচরণে বিরক্ত হন, তবে আমরা ক্ষমাপ্রার্থী। কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল কেবল নিয়ম মেনে অনুষ্ঠান শেষ করা।"
বর্তমানে বনগাঁ থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত শুরু করেছে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊