Bank Strike: পরিষেবা সচল রাখতে কঠোর নির্দেশ সরকারের, ডিজিটাল ও এটিএম পরিষেবা স্বাভাবিক রাখার প্রতিশ্রুতি
মঙ্গলবার ব্যাংক ইউনিয়নগুলির ডাকা পূর্ণ দিবস ধর্মঘটের (Bank Strike) পরিপ্রেক্ষিতে সরকার এবং ব্যাংক কর্তৃপক্ষ প্রস্তুতি জোরদার করেছে। গ্রাহকদের যাতে কোনো প্রকার ভোগান্তির শিকার না হতে হয়, তা নিশ্চিত করতে সোমবার আর্থিক পরিষেবা বিভাগের সচিবের সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে এসবিআই চেয়ারম্যান, বিভিন্ন রাষ্ট্রায়ত্ব ব্যাংকের এমডি এবং সিইও সহ ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের (IBA) প্রধানরা উপস্থিত ছিলেন।
বৈঠকে ব্যাংকগুলিকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে, ধর্মঘট (Bank Strike) চলাকালীন গ্রাহক পরিষেবা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়। ব্যাংকগুলিকে নিম্নলিখিত বিষয়গুলির ওপর বিশেষ নজর দিতে বলা হয়েছে:
1) ডিজিটাল ব্যাংকিং: ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ইউপিআই (UPI) এবং কার্ড পেমেন্টের মতো ডিজিটাল মাধ্যমগুলি সম্পূর্ণ সচল রাখতে হবে।
2) ক্লিয়ারিং সিস্টেম: চেক ক্লিয়ারিং এবং সেটেলমেন্ট সিস্টেম যাতে প্রভাবিত না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
3) সরকারি লেনদেন: সরকারি কাজের সঙ্গে সম্পর্কিত ব্যাংকিং পরিষেবাগুলি অব্যাহত রাখতে হবে।
4) গ্রামীণ পরিষেবা: ব্যবসায়িক করেসপন্ডেন্টদের মাধ্যমে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে পরিষেবা প্রদান নিশ্চিত করতে হবে।
ব্যাংক কর্তৃপক্ষের সূত্রে খবর, এটিএমগুলিতে পর্যাপ্ত নগদ অর্থের জোগান নিশ্চিত করা হয়েছে। প্রয়োজনে দ্রুত টাকা রিফিল করার ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে নগদের কোনো সংকট তৈরি না হয়। তবে, অনেক কর্মচারী ও কর্মকর্তা ধর্মঘটে ((Bank Strike)) অংশগ্রহণ করায় ব্যাংক শাখাগুলিতে দৈনন্দিন কাজকর্ম কিছুটা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সাধারণ মানুষকে ভোগান্তি এড়াতে ডিজিটাল মাধ্যম ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।
ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস (UFBU), যা ৯টি ব্যাংক ইউনিয়নের একটি যৌথ মঞ্চ, এই ধর্মঘটের ((Bank Strike Today))ডাক দিয়েছে। তাদের মূল দাবি হলো ব্যাংকগুলিতে '৫ দিনের কর্ম সপ্তাহ' (শনিবার ও রবিবার ছুটি) চালু করা। অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের তথ্য অনুযায়ী, গত ২২ এবং ২৩ জানুয়ারি এই বিষয়ে আর্থিক পরিষেবা বিভাগের সঙ্গে আলোচনা হলেও কোনো সমাধানসূত্র বা নির্দিষ্ট সময়সীমা পাওয়া যায়নি। ফলে আলোচনার পরেও ধর্মঘটের (Bank Strike) সিদ্ধান্ত বহাল রেখেছে ইউনিয়নগুলি।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊