প্রকৃতির রোষ উপেক্ষা করে প্রেমজয়ী! ৪ ফুট বরফে ৭ কিমি হেঁটে বিয়ে করলেন হিমাচলের দম্পতি, ভাইরাল ভিডিও
শিমলা: প্রবল তুষারপাত আর হাড়হিম করা ঠান্ডা—কোনো কিছুই বাধা হতে পারল না। চার ফুট গভীর বরফের চাদর ঠেলে, প্রায় ৭ কিলোমিটার পথ পায়ে হেঁটে কনের বাড়িতে পৌঁছে নজির গড়লেন হিমাচলের এক যুবক। শুধু তাই নয়, বিয়ের পর নববধূর হাত ধরে সেই একই দুর্গম পথ পাড়ি দিয়ে ফিরলেন নিজের গ্রামে। হিমাচল প্রদেশের এই নবদম্পতির ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যা দেখে নেটিজেনরা বলছেন—এ যেন রূপকথাকেও হার মানায়!
গত কয়েকদিন ধরেই হিমাচল প্রদেশ জুড়ে চলছে প্রবল তুষারপাত। মান্ডি, কুলু, শিমলা সহ একাধিক জেলায় জনজীবন বিপর্যস্ত। রাস্তাঘাট বন্ধ, গাড়ি চলাচল প্রায় অসম্ভব। ঠিক এই পরিস্থিতিতেই বিয়ের দিন ধার্য ছিল হিমাচলের বাসিন্দা গীতেশ এবং ঊষা ঠাকুরের। বর গীতেশ জানতেন, গাড়ি নিয়ে কনের বাড়ি পৌঁছানো অসম্ভব। কিন্তু লগ্ন তো আর আটকে থাকে না! তাই অদম্য জেদ আর ভালোবাসাকে সম্বল করে বরযাত্রীদের নিয়ে পায়ে হেঁটেই রওনা দেন তিনি।
জানা গেছে, ২৪ জানুয়ারি রাতে ভাইচরি গ্রামে ছিল বিয়ের অনুষ্ঠান। প্রবল দুর্যোগের মধ্যেই বর গীতেশ সেখানে পৌঁছান। গ্রামের রাস্তা তখন প্রায় ৪ ফুট বরফের নিচে। সেই অবস্থাতেই সম্পন্ন হয় বিয়ের সমস্ত আচার-অনুষ্ঠান। এরপর ২৫ জানুয়ারি সকাল ৭টা নাগাদ নববধূ ঊষা ঠাকুরকে নিয়ে নিজের গ্রাম বুনালিঘরের উদ্দেশ্যে রওনা দেন গীতেশ।
ফেরার পথ ছিল আরও কঠিন। প্রায় দু’ঘণ্টা ধরে খাড়াই পাহাড় চড়তে হয় নবদম্পতিকে। ভিডিওতে দেখা যায়, গীতেশ স্যুট-টাই পরে, মাথায় পাগড়ি দিয়ে সামনে হাঁটছেন। আর তাঁর হাত ধরে একগলা ঘোমটা দেওয়া নববধূ ঊষা সেই বরফ ঠেলে এগিয়ে চলেছেন। প্রায় ৪ ঘণ্টা ধরে ৭ কিলোমিটার দুর্গম পথ অতিক্রম করে সকাল ১১টা নাগাদ তাঁরা নিরাপদে বুনালিঘর গ্রামে পৌঁছান।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ (সাবেক টুইটার) ‘দ্য মডার্ন এইচপি’ (TheModernHP) নামক একটি হ্যান্ডেল থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়। ভিডিওটিতে দেখা যায়, বরযাত্রীরাও বরফের মধ্যে দিয়ে ধীরগতিতে এগিয়ে চলেছেন। হিমাচলের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গীতেশের দায়িত্ববোধ এবং ঊষার সাহসিকতার প্রশংসা করছেন সকলেই।
নেটিজেনদের অনেকেই কমেন্ট করেছেন, "ভালোবাসা থাকলে কোনো বাধাই বাধা নয়।" আধুনিক যুগে যখন সামান্য অসুবিধাতেই মানুষ বিরক্ত হন, সেখানে প্রকৃতির এমন ভয়াবহ রূপের মাঝে এই দম্পতির যাত্রা সত্যিই সাহসিকতার পরিচয় দেয়।
हिमाचल में भारी बर्फबारी, पर शादी नहीं रुकी ❄️
— The Modern Himachal (@themodernhp) January 25, 2026
सराज घाटी में दूल्हा गितेश ठाकुर पैदल बारात लेकर पहुँचे, दुल्हन उषा ठाकुर भी पैदल ससुराल गईं — 7 किमी का सफर, 3–4 फीट बर्फ के बीच। 😃 pic.twitter.com/oU5uWN0fWH

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊