লাল বেনারসিতে ‘পাখি’র নতুন উড়ান, বাঙালির প্রেমদিবসেই দেবমাল্যের গলায় মালা দিলেন মধুমিতা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: দীর্ঘ জল্পনা আর প্রতীক্ষার অবসান। অবশেষে সাতপাক ঘুরলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। বাঙালির ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ সরস্বতী পুজোর শুভ লগ্নেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ছোটপর্দার প্রিয় ‘পাখি’। ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গেই চার হাত এক হল অভিনেত্রীর (Madhumita Sarcar Wedding)।
একেবারে সাবেকি কায়দায়, লাল বেনারসিতে সেজে এদিন বিয়ের পিঁড়িতে বসেন মধুমিতা (Madhumita Sarcar Wedding)। সঙ্গে ছিল মানানসই সোনার গয়না ও কপালে চন্দন। ঠিক যেমনটা তিনি চেয়েছিলেন, সেই ‘স্বপ্নের বিয়ে’ই সম্পন্ন হল এদিন। বিয়েতে আড়ম্বর থাকলেও, মূল মন্ত্র ছিল বাঙালিয়ানা। দেবমাল্য ও মধুমিতার এই বিশেষ দিনে সাক্ষী ছিলেন তাঁদের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনরা। উপস্থিত ছিলেন পরিচালক শিলাদিত্য মৌলিকও। নবদম্পতির সঙ্গে ছবি শেয়ার করে তিনি শুভেচ্ছাও জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
অতীতের ব্যক্তিগত জীবনের চড়াই-উতরাই পেরিয়ে মধুমিতার (Madhumita Sarcar) এই ‘দ্বিতীয় ইনিংস’ নিয়ে প্রবল উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। বিয়ের আগের দিন বৃহস্পতিবার নিজের বাড়িতেই ধুমধাম করে আইবুড়ো ভাত খেয়েছিলেন অভিনেত্রী। সেই অনুষ্ঠানের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে তাঁকে (Madhumita Sarcar) দেখা গিয়েছিল গোলাপি রঙের প্যাস্টেল শেডের শাড়িতে। আইবুড়ো ভাতের মেনুতে ছিল এলাহি আয়োজন— ভাত, ডাল, পাঁচ রকমের ভাজা, বেগুনি, ফিশ ফ্রাই এবং রকমারি মাছের পদ। পেল্লায় সাইজের মাছের মুড়ো হাতে হাসিমুখে পোজ দিতেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে। শেষপাতে ছিল পায়েস।
সব মিলিয়ে, পুরোনো সব স্মৃতি পেছনে ফেলে ছোটবেলার বন্ধুর হাত ধরে নতুন জীবনে পা রাখলেন মধুমিতা (Madhumita Sarcar)। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর পালা।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊