ইজরায়েল-লেবানন যুদ্ধে ছাই বনাঞ্চল ও কৃষিখেত, পরিবেশের অপূরণীয় ক্ষতিতে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ মানেই শুধু মানুষের মৃত্যু বা রাজনৈতিক পালাবদল নয়, যুদ্ধের ভয়াবহ মূল্য চোকাতে হয় প্রকৃতিকেও। ইজরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলা দীর্ঘ সংঘাতের (Israel-Lebanon War) জেরে এমনই এক ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের ছবি উঠে এল রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে। দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ অংশের বনভূমি আজ ছাইয়ে পরিণত হয়েছে, ধ্বংস হয়েছে বন্যপ্রাণীর আবাসস্থল এবং কৃষিজমি।
রাষ্ট্রপুঞ্জের পরিবেশ কর্মসূচি (UN Environment Programme) এবং বিভিন্ন মানবিক সংস্থার রিপোর্ট অনুযায়ী, হিজবুল্লাহর হামলার জবাবে ইজরায়েলের চালানো সামরিক অভিযান(Israel-Lebanon War) কেবল সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ থাকেনি। এর প্রভাব পড়েছে দক্ষিণ লেবাননের সামাজিক ও প্রাকৃতিক কাঠামোর ওপর। ২০২৪ সালের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে এই অঞ্চলে যে পরিমাণ বিমান হামলা চালানো হয়েছে, তা একবিংশ শতাব্দীতে বিশ্বব্যাপী সর্বোচ্চ রেকর্ডকৃত বিমান হামলার অন্যতম। এই সংঘাতে ৪,০০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১২ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তবে মানুষের এই হাহাকারের আড়ালে চাপা পড়ে গিয়েছে পরিবেশের নিঃশব্দ কান্না।
রিপোর্টে বলা হয়েছে, ইজরায়েলি বোমাবর্ষণে দক্ষিণ লেবাননের জলপাই, দেবদারু ও পাইন বন ব্যাপকভাবে পুড়ে গিয়েছে। সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে বিখ্যাত অ্যাভোকাডো বাগানগুলি। কৃষকরা জানিয়েছেন, মৌচাকগুলি ধ্বংস হয়ে যাওয়ায় হাজার হাজার পরিবারের জীবিকা আজ সংকটের মুখে। শুধু তাই নয়, তেল সংরক্ষণের পরিকাঠামো এবং বিদ্যুৎ কেন্দ্রগুলির ক্ষতি হওয়ায় সমুদ্র ও স্থলজ বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষাক্ত রাসায়নিক এবং ধ্বংসাবশেষের ধুলো মাটি ও জলের উৎসকে দীর্ঘমেয়াদে দূষিত করে তুলেছে।
২০২৪ সালের নভেম্বরে নামমাত্র যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার এক বছর পরেও যুদ্ধের ক্ষত দগদগে। মাটির নিচে চাপা পড়ে থাকা অবিস্ফোরিত বোমা এবং শেলের টুকরো স্থানীয়দের জন্য প্রতিনিয়ত মৃত্যুর হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশ্বব্যাংকের অনুমান, এই পরিবেশগত ও কাঠামগত ধ্বংসস্তূপ সরিয়ে দক্ষিণ লেবাননকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে ১১ থেকে ১৪ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন, যা একটি দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল প্রক্রিয়া। এই যুদ্ধ আবারও প্রমাণ করল, রাষ্ট্র ও সশস্ত্র গোষ্ঠীর সংঘাতে সবচেয়ে বড় মূল্য চোকাতে হয় সাধারণ নাগরিক এবং নির্বাক প্রকৃতিকেই।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊