Latest News

6/recent/ticker-posts

Ad Code

পুরোহিতের আকাল, মুশকিল আসান 'AI'! প্রযুক্তির ছোঁয়ায় সম্পন্ন হল সরস্বতী পুজো

পুরোহিতের আকাল, মুশকিল আসান 'AI'! প্রযুক্তির ছোঁয়ায় সম্পন্ন হল সরস্বতী পুজো

Saraswati Puja 2026, AI Priest, Artificial Intelligence in Puja, Bongaon News, North 24 Parganas, Digital India, Puja Technology, Deepika Ray Ghosh, West Bengal News, সরস্বতী পুজো, এআই পুরোহিত
ছবি প্রতীকী 

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: পুজোয় পুরোহিত না পাওয়ার সমস্যা নতুন নয়। বিশেষ করে সরস্বতী বা লক্ষ্মী পুজোর মতো দিনে, যখন ঘরে ঘরে পুজোর আয়োজন হয়, তখন পুরোহিত মশাইদের সময়ের বড়ই অভাব দেখা দেয়। সকালের লগ্ন গড়িয়ে দুপুর হয়ে গেলেও দেখা মেলে না পুরোহিতের। কিন্তু এবার সেই সমস্যার অভিনব সমাধান করলেন উত্তর ২৪ পরগনার বনগাঁর সুভাষপল্লীর ঘোষ পরিবার। রক্ত-মাংসের পুরোহিত নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা 'AI'-এর সাহায্যেই সম্পন্ন হল বাগদেবীর আরাধনা।

বনগাঁর সুভাষপল্লীর বাসিন্দা দীপিকা রায় ঘোষ ও সুশোভন ঘোষের বাড়িতে পুজোর আয়োজন ছিল সাবেকি। কিন্তু গোল বাঁধল পুরোহিত আসা নিয়ে। পরিবারের তরফে জানানো হয়, পুরোহিত মশাইয়ের আসার কথা থাকলেও তিনি আসতে দেরি করছিলেন। এদিকে বাড়ির ছোট সদস্যটি সকাল থেকে না খেয়ে উপোস করে বসে আছে, পাশাপাশি পাড়ার বাচ্চারিও অধীর আগ্রহে অঞ্জলির জন্য অপেক্ষা করছে। তাদের খিদে ও কষ্টের কথা ভেবেই আর দেরি না করার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা।

সুশোভন বাবু জানান, "পুরোহিত দিয়ে পুজো করানোরই পরিকল্পনা ছিল। কিন্তু তিনি আসতে দেরি করছিলেন। এদিকে বাচ্চারা না খেয়ে আছে। তখন মাথায় এল, হাতের কাছেই যখন ইন্টারনেট আর স্মার্টফোন আছে, তখন প্রযুক্তির সাহায্য নেওয়া যাক।" যেমন ভাবা তেমন কাজ। মোবাইলে AI বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে শুরু হয় পুজো।

দেবীর মূর্তির সামনে রাখা স্মার্টফোন। সেখান থেকেই ভেসে আসছে স্পষ্ট সংস্কৃত মন্ত্রোচ্চারণ— "বিদ্যাং দেহি নমস্তুতে..."। শুধু মন্ত্র পাঠই নয়, সাধারণ মানুষের সুবিধার জন্য কঠিন সংস্কৃত শব্দগুলো কীভাবে উচ্চারণ করতে হবে, তাও ভেঙে বুঝিয়ে দিচ্ছে ওই 'ভার্চুয়াল পুরোহিত'। সেই নির্দেশ মেনেই ফুল, বেলপাতা দিয়ে ভক্তিভরে অঞ্জলি দিলেন পরিবারের সদস্যরা।

গৃহকর্ত্রী দীপিকা রায় ঘোষ বলেন, "পুজোর দিনে ব্রাহ্মণ পাওয়া খুব সমস্যার। বাচ্চারা না খেয়ে থাকে, বাড়ির সবার সমস্যা হয়। তাই ইন্টারনেটের যুগে AI-কে কাজে লাগিয়েই পুজোটা করিয়ে নিলাম।"

প্রথা আর প্রযুক্তির এই মেলবন্ধন বনগাঁর এই পুজোকে করে তুলেছে অনন্য। ভবিষ্যতে পুরোহিত সঙ্কটে এই পথই অনেকে বেছে নেবেন কি না, তা সময়ই বলবে। তবে স্যোসাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন করছেন, এই পূজা মা সরস্বতী নেবেন কি?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code