Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রযুক্তির ছোঁয়া কৃষিকাজে, ড্রোন দিয়ে আলুর জমিতে প্রথমবারের মতন ওষুধ স্প্রে সিতাইয়ে

প্রযুক্তির ছোঁয়া কৃষিকাজে, ড্রোন দিয়ে আলুর জমিতে প্রথমবারের মতন ওষুধ স্প্রে সিতাইয়ে


Agriculture Drone, Smart Farming, Sitai Block, Potato Farming, SMAM Scheme, West Bengal Agriculture, Pesticide Spraying Drone, Modern Agriculture, আধুনিক কৃষি, ড্রোন প্রযুক্তি, সিতাই, কৃষি দপ্তর

নিজস্ব সংবাদদাতা, সিতাই: কৃষিকাজে শ্রমিকের সংকট এবং সময় বাঁচাতে এবার আধুনিক প্রযুক্তির (Agriculture Drone) ব্যবহার শুরু হলো কোচবিহারের সিতাই ব্লকে। মঙ্গলবার সিতাই ব্লকের চামটা জিপির অন্তর্গত আঠারোজনী এলাকায় কৃষি দপ্তরের উদ্যোগে ড্রোন প্রযুক্তির মাধ্যমে আলুর জমিতে ছত্রাকনাশক (Fungicide) এবং অনুখাদ্য (Micronutrients) স্প্রে করার একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 'সাব মিশন অন এগ্রিকালচারাল মেকানাইজেশন' (SMAM) প্রকল্পের অধীনে এই কর্মসূচিটি পালিত হয়।

সিতাই ব্লকে এই প্রথমবার ড্রোনের মাধ্যমে ওষুধ ছিটানো হলো। এই প্রযুক্তি ব্যবহার করে মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে প্রায় ৫ বিঘা জমিতে ওষুধ স্প্রে করা সম্ভব হয়েছে, যা সনাতন পদ্ধতিতে করতে গেলে অনেক বেশি সময় ও শ্রমিকের প্রয়োজন হতো।

সিতাই ব্লকের সহ-কৃষি অধিকর্তা ঠাকুরদাস কার্যী জানান, "শ্রমিকের খরচ বাঁচাতে এবং কৃষকদের আর্থিকভাবে লাভবান করতে আমরা এই উদ্যোগ নিয়েছি। আজ পরীক্ষামূলকভাবে এটি চালু করা হলো। আগামী দিনে কৃষকরা চাইলে ভর্তুকিতে এই ড্রোন কিনতে পারবেন অথবা ‘কাস্টম হায়ারিং সেন্টার’ থেকে ভাড়ায় এনেও ব্যবহার করতে পারবেন।"

স্থানীয় কৃষক আব্দুর রসিদ, যার জমিতে এই প্রযুক্তির প্রথম ব্যবহার হলো, তিনি বলেন, "বর্তমান যুগে লেবারের খুব সমস্যা। সেখানে ড্রোনের মাধ্যমে খুব অল্প সময়ে পুরো জমি স্প্রে করা গেল। সবথেকে বড় সুবিধা হলো, ড্রোনের বাতাসের চাপে গাছের প্রতিটি অংশে এবং পাতার নিচেও ওষুধ পৌঁছে যাচ্ছে, যা সাধারণ মেশিনে সম্ভব হয় না। এতে পোকা ও ছত্রাক দমন সহজ হবে।"

কৃষি দপ্তর জানিয়েছে, আপাতত এই পরিষেবাটি প্রদর্শনী হিসেবে বিনামূল্যে দেওয়া হচ্ছে। আগামী দিনে অন্যান্য ফসলের ক্ষেত্রেও এই প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্য রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code